২০২১ সালে বাংলা ফন্টের অগ্রগতি বিগত বছরগুলোর তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ সালটি বিগত বছরগুলোর তুলনায় আধুনিক, নান্দনিক, দৃষ্টি নন্দন ও মনোমুগ্ধকর বাংলা ফন্ট কে ঘিরে। যার ফলে একদিকে যেমন বাংলা ফন্টের সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। অপর দিকে সৃজনশীল ফন্টের অভাবনীয় চাহিদা পূরণ হচ্ছে। ইতিপূর্বে ২০২১ সালে সেরা ৩৩টি ফন্ট সম্পর্কে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সে তালিকা থেকে বাদ পড়া ফন্টগুলোর নাম এ তালিকায় যুক্ত করা হয়েছে।
এ তালিকায় ফন্টবিডি, বাংলা বর্ণ, বর্ণ৫২, লিপিকা৫২ ও টাইপোবাজ থেকে প্রকাশিত bangla stylish fonts-এর নাম উল্লেখ করেছি। তাছাড়া, অন্যান্য ফাউন্ড্রি থেকে প্রকাশিত ফন্টের নাম পূর্বে প্রকাশিত ২০২১ সালে সেরা ৩৩টি ফন্ট শিরোনামে লেখা প্রবন্ধে উল্লেখ করেছি।
bangla stylish fonts এর তালিকা
ফন্টবিডি:
- লিমা বসন্ত
- শরীফ চয়ন
- সোহানুর নিথিলা
- সুহৃদ বর্ণবিলাস
- আয়ান পদ্ম
- শরীফ কারুকা
- মামুন অর্ণব
- শরীফ পদ্মবতী
- শরীফ হাবিবা
- সবুজ দিগন্ত
- মামুন আরাবিক
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
- সুলতান শৈল্পিক
- আল আক্বসা
- মিজান নেত্রকোনা
- শ্রাবণধারা
লিপিকা৫২:
বাংলা বর্ণ:
বর্ণ৫২:
টাইপোবাজ:
আরো পড়ুন: সকল বাংলা ফন্ট ডাউনলোড করুন
আরো পড়ুন: বাংলা ফন্ট – অতীত ও বর্তমান এবং ইতিহাস