Fontbd - Free bangla font

বাংলা ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি | Fontbd – Free bangla font

৫২ ’র প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে স্বীয় মাতৃভাষার লিপির অগ্রগতির জন্য গড়ে উঠেছে বাংলা ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি। প্রাথমিক অবস্থায় ৩টি ফন্ট নিয়ে গড়ে উঠা ফন্ট ফাউন্ড্রিটি মাত্র দেড় বছরে ১১৮ টির অধিক ফন্ট তৈরি করতে সক্ষম হয়েছে। ফাউন্ড্রিটি বর্তমানে বাংলা ফন্ট ফাউন্ড্রিগুলোর মাঝে দ্বিতীয় স্থানে রয়েছে। তাছাড়া, দেশীয় ফন্ট ফাউন্ড্রিগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে।

আজকে কথা বলব বাংলা ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি নিয়ে। শৈল্পিক ফন্ট সৃষ্টির লক্ষ্যে ২০২০ সালের পহেলা নভেম্বর ফাউন্ড্রিটির যাত্রা শুরু হয়। প্রথমিকবস্থায় ৩ টি ফন্ট নিয়ে যাত্রা শুরু করলেও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ টি ফ্রি এবং ৮ টি প্রিমিয়াম ফন্ট তারা প্রকাশিত করতে সক্ষম হয়। বর্তমানে ফাউন্ড্রিতে ৩২ জন অভিজ্ঞ ডিজাইনার কর্মরত আছেন। ফন্টবিডি থেকে প্রকাশিত প্রতিটি ফন্ট ইউনিকোড, আন্সি এবং বর্ণ এনকোডিং সমর্থিত। তাছাড়া প্রতিটি ফন্টে রয়েছে সা. এবং মাত্রালতা ফিচার।

সকল ফন্ট ডাউনলোড করুন

Fontbd – Free bangla font এর অগ্রযাত্রা এবং ফন্টবিডি থেকে প্রকাশিত সেরা ফন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Fontbd - Free bangla font
Fontbd-Free-bangla-fonts

ফন্টবিডি ‘র অগ্রযাত্রা:

বাংলা ফন্টের ভিন্নতা, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ফন্টবিডি তাদের অসামান্য অবদান রাখার কারণে সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা এবং প্রসিদ্ধি লাভ করে। সৃজনশীল ফন্ট তৈরিতে অন্যান্য ফাউন্ড্রির তুলনায় একধাপ এগিয়ে থাকা ব্যাপক পরিসরে গ্রহণীয়তা লাভের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। তাছাড়া ফন্টবিডি থেকে প্রতিনিয়ত প্রকাশিত সৃজনশীল ফন্টগুলো ফন্টবিডির অগ্রগতির পথে সহায়ক। এছাড়াও ফন্টবিডি ‘র প্রসিদ্ধি লাভে ব্যক্তিসত্তা হিসেবে শরীফ উদ্দিন শিশিরের ভূমিকাও অপরিসীম।

ফন্টবিডি থেকে প্রকাশিত সেরা ফন্টগুলো:

এ তালিকায় ফন্টবিডি থেকে সে সকল ফন্টগুলোর নাম উল্লেখ করা হয়েছে। সেগুলো ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে এবং ব্যাপক পরিচিতি লাভ করেছে।

Fontbd – Free bangla font

ফন্টের নাম ডিজাইনার ডাউনলোড লিংক
আয়ান পদ্ম আব্দুর রহিম ডাউনলোড করুন
নুরআলম জয়নুল আবেদীন মোঃ নুরআলম ডাউনলোড করুন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আব্দুর রহিম ডাউনলোড করুন
ময়ুরাক্ষী সোহানুর রহমান ডাউনলোড করুন
মাহবুব ফারী মাহবুব নাফিজ ডাউনলোড করুন
মাহবুব সামিরা মাহবুব নাফিজ ডাউনলোড করুন
মামুন অর্ণব এম এ মামুন ডাউনলোড করুন
মিজান নেত্রকোনা মোঃ মিজানুর রহমান ডাউনলোড করুন
লিয়াকত বাংলাদেশী লিয়াকত খান ডাউনলোড করুন
লিমা বসন্ত মাসুদা আক্তার লিমা ডাউনলোড করুন
শরীফ জ্যোস্না শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ শিশির শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ সুবর্ণ শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ সুমনা শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ বৈশাখী শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ হাবিবা শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ জেসমিন শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ পদ্মাবতী শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শরীফ কৃষ্ণচূড়া শরীফ উদ্দিন শিশির ডাউনলোড করুন
শামীম শরীফ মোঃ শামীম হোসেন ডাউনলোড করুন
শামীম ইশিতা মোঃ শামীম হোসেন ডাউনলোড করুন
আয়ান পদ্ম আব্দুর রহিম ডাউনলোড করুন
শ্রাবণধারা মাশরাফিয়ান মাহাদী ডাউনলোড করুন
সুহৃদ বর্ণবিলাস সুহৃদ চাঁদ ডাউনলোড করুন
সুলতান শৈল্পিক সুলতানুল ইসলাম ডাউনলোড করুন
সোহানুর নিথিলা সোহানুর রহমান ডাউনলোড করুন
হেলাল ফারজানা মোঃ হেলালুর রহমান ডাউনলোড করুন

সংক্ষিপ্ত পরিসংখ্যান:

প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ২০২০ ইং
প্রাথমিক প্রকাশিত ফন্ট: ৩ টি
প্রাথমিক প্রকাশিত ফন্টের নাম: শরীফ শিশির, শরীফ সাইফ, শামীম ঊষা।
প্রাথমিক ডিজাইনার: ৬ জন।
প্রাথমিক ডিজাইনারদের নাম: শরীফ উদ্দিন শিশির, মোঃ শামীম হোসেন, এম এ মামুন, আব্দুর রহিম, তারেক বিন ওমর, এহসান আল মাহফুজ।
প্রকাশিত ফন্ট: ১১৯ টি।
ডিজাইনার: ৩২ জন।

আরো পড়ুন: বাংলা ফন্ট জগতে টাইপোবাজ 

আরো পড়ুন:  বাংলা ফন্ট ডাউনলোড করুন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *