বাংলাদেশের পীরের তালিকা

বাংলাদেশের পীরের তালিকা। বাংলাদেশের মাজারের তালিকা

বাংলাদেশের পীরের তালিকা: বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রাচীনকাল থেকে এ দেশ ঐতিহ্যবাহী একটি দেশ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। প্রাচীন কাল থেকে মূলত এদেশের বুকে বিখ্যাত জ্ঞানীগুণীদের জন্ম হয়েছে যার কারণে অনেকেই বাংলাদেশকে বুদ্ধিজীবীর দেশ বলে থাকেন আবার অনেকেই জ্ঞানী গুণীজনের মাতৃভূমি বলে থাকেন। প্রাচীন কাল থেকে এদেশকে পীর আউলিয়ার দেশ বলা হতো কেননা প্রাচীনকালে এদেশের প্রতিটি অঞ্চলে পীর কিংবা অলি আউলিয়া সমাগম লক্ষ্য করা যায়। তাইতো বাংলাদেশের প্রতিটি অঞ্চলে পীর আউলিয়ার অসংখ্য মাজার আস্তানা গড়ে উঠেছে যেখানে মানুষের কুসংস্কারও অন্ধবিশ্বাসের ব্যাপক চর্চা প্রতিনিয়ত লক্ষ্য করা যেত। যদিও বর্তমান সময়ে এদেশে পীরভক্ত মানুষের সংখ্যা দিন দিন কমে এসেছে এরপরেও বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এখনো অনেক মজার রয়েছে যেগুলোতে মানুষ যাতায়াত করে থাকে। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে এই জন্যই বাংলাদেশের পীরের তালিকায় এবং বাংলাদেশের মাজারের তালিকা শেয়ার করব।

বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ যেমন মনোমুগ্ধকর তেমনি এ দেশের জীববৈচিত্র্য অতিস্মরণীয়। এখানে কাল ক্রমে যেমন সভ্যতা গড়ে উঠেছে তেমনি সভ্যতার পাশাপাশি জ্ঞানী গুণীজনদের সমাগম ঘটেছে সেই সাথে পীর কিংবা অলি আউলিয়াদের পদদলিত বাংলাদেশের প্রতিটি অঞ্চল উদ্বোধিত হয়েছে। প্রাচীনকালে এদেশে বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ যাতায়াত করতে এবং এখানে জনবসতি করে তুলত। বাংলাদেশের প্রতিটি অঞ্চল ছিল গ্রামীন পরিবেশে ঘেরা যার কারণে মানুষের মাঝে কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস সহজেই স্থান পেত। তাইতো প্রাচীন কাল থেকে এদেশের মানুষের মাঝে আমরা ভন্ড পীর কিংবা মাজার পূজারীদের লক্ষ্য করতে পারি। সাধারণত পীর কিংবা অলি আউলিয়া সাধারণত মহান আল্লাহ তায়ালার পক্ষে শান্তির বাণী মানুষের মাঝে পৌঁছে দিত। কিন্তু অধিকাংশ পীর কিংবা অলি আউলিয়া যারা প্রতিনিয়ত মানুষের মাঝে কুসংস্কার ও অন্ধ বিশ্বাস রটিয়ে দিত যার কারনে বাংলার প্রতি অঞ্চলে পীর অন্ধ বিশ্বাস মানুষের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। তাইতো বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিভিন্ন ধরনের পীরের মাজার গড়ে উঠেছে যা এখন পর্যন্ত মাজারগুলো বিভিন্ন স্থানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখনো অনেকেই গোঁড়ামি কিংবা অন্ধবিশ্বাসের জোরে এই মাজারে অবস্থান করে থাকে এবং প্রতিনিয়ত মাজার বিশ্বাসী হয়ে তারা নিজেদের সর্বনাশ করে চলছে যা মোটেও উচিত নয়। বরং এই পৃথিবীতে শুধুমাত্র মহান আল্লাহ তায়ালা ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই সত্যিটা মেনে মহান আল্লাহ তাআলার ইবাদতের প্রতি যত্নশীল হতে হবে।

আরও পড়ুন: মৌজা ভিত্তিক জমির মূল্য তালিকা

বাংলাদেশের পীরের তালিকা

প্রাচীনকালে বাংলাদেশে অসংখ্য পীর ছিল যারা অধিকাংশ মানুষকে ভুল পথে প্রচলিত করত এবং মানুষের মাঝে কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস রটিয়ে বেড়াতো। বর্তমান সময়ে বাংলাদেশের যদিও সেসব ভন্ড পীর কিংবা অন্ধবিশ্বাসী পীরের প্রচলন তেমন নেই তবুও অনেক অঞ্চলে এখনো পীর বিশ্বাসী মানুষের প্রবণতা লক্ষ্য করা যায়। তাইতো সে অঞ্চলে মূলত পীরদের আনাগোনা এখনো চলতে থাকে। এজন্য আজকে আমরা বাংলাদেশের পীরের তালিকা আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা যারা বাংলাদেশে পীরের তালিকা সম্পর্কে জানতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই প্রতিবেদন সংগ্রহ করার মাধ্যমে বাংলাদেশের পীরের তালিকাটি জানতে পারবেন।

  1. সৈয়দ আহমদ উল্লাহ – মাইজভান্ডার, চট্টগ্রাম
  2. হাফিজ আহমদ জৌনপুরী – চকবাজার, ঢাকা
  3. সৈয়দ মুহাম্মদ আজিজুল হক – হাটহাজারী, চট্টগ্রাম
  4. আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী – সিলেট
  5. সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী – মাইজভান্ডার, চট্টগ্রাম
  6. শাহ সাহেব  – চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম
  7. শিতালং শাহ- সিলেট
  8. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী – কুমিল্লা

ইসলাম প্রচারকগণ অন্যান্য প্রধান সূফীগণ

  1. খান জাহান আলী – খুলনা;
  2. শাহ কারামত আলী জৌনপুরী – রংপুর
  3. শাহ আলী -মিরপুর, ঢাকা
  4. মখদুম শাহদৌলা  শাহজাদপুর, সিরাজগঞ্জ
  5. শাহ শামসুদ্দিন – শাহজাদপুর, সিরাজগঞ্জ
  6. শাহ্‌ আজমল
  7. শাহ্‌ আহ্‌মদ
  8. শাহ্‌ আশরাফ
  9. শাহ্‌ আবুল হোসেন
  10. শাহ্‌ আমানত (চট্টগ্রাম)
  11. শাহ্‌ আমীন
  12. শাহ্‌ আবদুর রহমান কাদেরী
  13. শাহ্‌ ফাহাদ (বাঘা, সিলেট)
  14. শাহ্‌ আবদুল আজীজ

দেওবন্দি ধারার সুফি

  • ইবরাহীম আলী তশনা (১৮৭২-১৯৩১)
  • জমির উদ্দিন নানুপুরী (১৯৩৬ — ২০১০)
  • সুলতান আহমদ নানুপুরী (১৯১৩ — ১৯৯৭)
  • হারুন বাবুনগরী (১৯০২ — ১৯৮৬)
  • মুফতি আজিজুল হক (১৯০৩ — ১৯৬১)
  • আব্দুল মুকিত সিদ্দিকী, লক্ষ্মীপুর
  • আব্দুল জলিল মজিদপুরী, তিতাস, কুমিল্লা
  • আবু সাঈদ মোহাম্মদ আব্দুল মুয়ীদ, তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম
  • আবু কাশেম চিশতী নিজামি [পীর বাবাবাঙ্গালী] চুকাইতলা, ময়মনসিংহ।
  • আখি সিরাজুদ্দীন
  • আলাঊল হক
  • আশরাফ জাহাঙ্গীর সিনমানী
  • আতা ওহীদুদ্দীন
  • আফতাব উদ্দীন কুতুব
  • আব্দুল আলী বাকী শাহ্‌ শরীফ জিন্দানী
  • খাজা নূর
  • খাজা নাসির উদ্দীন (শাহ্‌ চট)
  • খাজা বাহা উদ্দীন নক্‌শবন্দিয়া
  • খাজা মুহম্মদ বাকীবিল্লাহ্‌
  • খাজা বুরহান উদ্দীন কেতান

বাংলাদেশের মাজারের তালিকা

বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মূলত বিখ্যাত মহা মনিষীগণ ও পীর আউলিয়ার মাজার রয়েছে। তাইতো অনেকেই বাংলাদেশের মাজারের তালিকায় এবং মাজারগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। এজন্য আজকে আমরা বাংলাদেশের মাজারের তালিকা আপনাদের মাঝে শেয়ার করব যেখানে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মাজার গুলো সম্পর্কে আপনাদের মাঝে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। আপনারা আমাদের আজকের এই প্রতিবেদনের আলোকে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মাজারের তালিকাটি সংগ্রহ করতে পারবেন। নিচে বাংলাদেশের মাজারের তালিকা প্রকাশ করা হলো:

1. বাংলাদেশে মোট মাজারের সংখ্যা কত?
=৯৫০টি।
২.দেশের ৬৪ জেলার মধ্যে কোন জেলায় মাজার নেই?
=বান্দরবান ও রাঙামাটি।
৩.হযরত খান জাহান আলী (রা.) এর মাজার কোথায় অবস্থিত?
=বাগেরহাটে।
৪.খান জাহান আলী (র.) কবে ইন্তেকাল করেন?
=২৬ জিলহজ ৮৬৩ হিজরি।
৫.খান জাহান আলী (র.) এর মাজারের পাশে বিশাল দীঘি এর নাম কি?
=ঠাকুর দিঘি।
৬.হযরত শাহজালাল (রা.) এর মাজার কোথায় অবস্থিত?
=সিলেটে।
৭.গিয়াসউদ্দিন আযম শাহের মাজার কোথায় অবস্থিত?
=সোনারগাঁয়ে।
৮.হযরত শহজালাল (র.) কোন রাজাকে পরাজিত করে সিলেট অধিকার করেন?
=রাজা গৌড়গোবিন্দ।
৯.তিন নেতার মাজার কোথায় অবস্থিত?
=ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১০.তিন নেতার মাজারের স্থপতি কে?
=শিল্পী মাসুদ আহমেদ।
১১.বিখ্যাত সাধক বায়েজিদ বোস্তামী (র.) এর মাজার কোথায় অবস্থিত?
=চট্টগ্রামে।
১২.বিখ্যাত সুফি শাহ মখদুম (র.) এর মাজার কোথায়?
=রাজশাহীতে।

মাজার – সমাধি
স্থান – অবস্থান
পরিবিবির মাজার – লালবাগ, ঢাকা
সাত গম্বুজ মসজিদ সমাধি – মোহাম্মদপুর, ঢাকা
সোনা বিবির মাজার – সোনারগাঁ, নারায়ণগঞ্জ

হাজী খাজা শাহবাজের সমাধি – লালবাগ, ঢাকা
গিয়াসউদ্দীন আযম শাহের মাজার – সোনারগাঁ, নারায়নগঞ্জ
বিবি মরিয়মের সমাধি – নারায়নগঞ্জ

শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি – শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
শামসুদ্দিন তাবরিজি সমাধি – শাহজাদপুর, সিরাজগঞ্জ

নওয়াব গিয়াস উদ্দিন হায়দার সমাধি – লালবাগ, ঢাকা
নওয়াব নসরত জং সমাধি – লালবাগ, ঢাকা
নওয়াব সামসুদ্দৌলা সমাধি – লালবাগ, ঢাকা
নওয়াব কামুরদৌলা সমাধি – লালবাগ, ঢাকা
বিবি চম্পার সমাধি – লালবাগ, ঢাকা

শাহ সুলতান বখলির মাজার – মহাস্থানগড়, বগুড়া
শাহ ইরানী মাজার – নরসিংদী
জিন্দা পীরের মাজার – বাগেরহাট
খান জাহানের সমাধি – বাগেরহাট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *