এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি: এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। যা সর্বপ্রথম 1983 সালে প্রথম শুরু হয়। ১৯৮৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতি দুই বছর পর পর এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ ক্রিকেটে এশিয়া মহাদেশের আইসিসি সদস্যভুক্ত প্রতিটি দেশের পুরুষ ক্রিকেট খেলোয়াড় গণ আন্তর্জাতিক এই টি-টোয়েন্টি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এই প্রতিযোগিতার খেলার ধরন হচ্ছে মূলত রবিন রাউন্ড প্রতিযোগিতা। এশিয়া কাপ ক্রিকেটে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে ভারত কেননা ভারত সাতবার এশিয়া কাপ ক্রিকেটে সফলভাবে জয়লাভ করেছে। এ ছাড়াও এশিয়া মহাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপ বর্জন করেছে শ্রীলংকা। তাইতো এশিয়া কাপের নির্ধারিত নিয়মে ২০২৩ সালে আবারো এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলছে। এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি মূলত ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে তাই তো অনেকেই এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ এর সময়সূচি সম্পর্কে জানতে চাই। তাদের জন্যই আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।

ক্রিকেট সকলের কাছে পরিচিত একটি খেলা। এই খেলাটি প্রাচীনকাল থেকে পৃথিবীর প্রতিটি দেশে প্রচলিত হয়ে এসেছে। বর্তমান সময়ে ক্রিকেট মূলত সকলের কাছে জনপ্রিয় একটি খেলা হিসেবে ব্যাপক পরিচিত। বিশ্বের প্রতিটি দেশে অভ্যন্তরীণভাবে বিভিন্ন ধরনের ক্লাবের মাধ্যমে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাকে বিশ্বকাপ ক্রিকেট বলা হয়। বিশ্বকাপ ক্রিকেট মূলত চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও এশিয়া বিশ্বকাপ এশিয়া মহাদেশের আইসিসি সদস্য ভুক্ত বিভিন্ন দেশের মাঝে অনুষ্ঠিত হয় যেখানে পুরুষ ক্রিকেট খেলোয়াড় গণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এই এশিয়া কাপ ক্রিকেট মূলত সর্বপ্রথম ১৯৮৪ সালে চালু হয় প্রতি দুই বছর পর পর এই এশিয়া কাপ ক্রিকেট এশিয়া মহাদেশের পুরুষদের মাঝে অনুষ্ঠিত হয়ে থাকে। সর্ব প্রথম ১৯৮৪ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ মূলত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। যা এশিয়ান ক্রিকেট কাউন্সিলর নতুন সদর দপ্তর। এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচটি মূলত পাকিস্তানও নতুন সদস্যপদ শ্রীলংকার সাথে অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী

এশিয়া কাপের নির্ধারিত নিয়মে সাম্প্রতিক 2023 এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তাইতো অনেকে এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচী সম্পর্কে বিস্তারিতভাবে তথ্যগুলো জানা লাগবে প্রকাশ করছেন। তাই আমরা আজকে এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট সম্পর্কে একটি প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে আপনাদের সকলের উদ্দেশ্যে এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের আজকের এই প্রতিবেদনটি এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ এর সময়সূচি ছাড়াও কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন কোন দল অংশগ্রহণ করবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। যা ক্রিকেট প্রেমি প্রতিটি মানুষকে সঠিক সময়ে এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্ট লাইভ এর মাধ্যমে সরাসরি দেখতে সাহায্য করবে। নিচে এশিয়া কাপ সময়সূচি তুলে ধরা হলো:

তারিখ দল সময় ভেন্যু ম্যাচ রেজাল্ট
৩০শে আগস্ট পাকিস্তান বনাম নেপাল বিকাল ৩.০০ টা থেকে মুলতান,পাকিস্তান পাকিস্তান ২৩৮ রানে জয়ী
৩১শে আগস্ট বাংলাদেশ বনাম শ্রীলংকা বিকাল ৩.০০ টা থেকে ক্যান্ডি, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
২রা সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান বিকাল ৩.০০ টা থেকে ক্যান্ডি, শ্রীলঙ্কা TBD
৩রা সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান বিকাল ৩.০০ টা থেকে লাহোর ,পাকিস্তান TBD
৪ঠা সেপ্টেম্বর ভারত বনাম নেপাল বিকাল ৩.০০ টা থেকে ক্যান্ডি, শ্রীলঙ্কা TBD
৫ই সেপ্টেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা বিকাল ৩.০০ টা থেকে লাহোর ,পাকিস্তান TBD
৬ই সেপ্টেম্বর A1 বনাম B2 বিকাল ৩.০০ টা থেকে লাহোর ,পাকিস্তান TBD
৯ই সেপ্টেম্বর B1 বনাম B2 বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD
১০ই সেপ্টেম্বর A1 বনাম A2 বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD
১২ই সেপ্টেম্বর A2 বনাম B1 বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD
১৪ই সেপ্টেম্বর A1 বনাম B1 বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD
১৫ই সেপ্টেম্বর A2 বনাম B2 বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD
১৭ই সেপ্টেম্বর ফাইনাল বিকাল ৩.০০ টা থেকে কলম্বো ,শ্রীলঙ্কা TBD

এশিয়া কাপ বিজয়ীদের তালিকা

নীচে আমরা সমস্ত Runners Up এবং Winning Team এর তালিকা দিয়েছি,যা আপনি এশিয়া কাপ বিজয়ীদের তালিকা দেখে নিতে পারেন। যথা –

সাল ফরম্যাট বিজয়ী টীম রানার আপ টীম আয়োজিত দেশ
2022 টি২০ শ্ৰীলঙ্কা পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত
2018 ওয়ানডে ভারত বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত
2016 টি২০ ভারত বাংলাদেশ বাংলাদেশ
2014 ওয়ানডে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ
2012 ওয়ানডে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ
2010 ওয়ানডে ভারত শ্রীলঙ্কা শ্ৰীলঙ্কা
2008 ওয়ানডে শ্রীলঙ্কা ভারত পাকিস্তান
2004 ওয়ানডে শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা
2000 ওয়ানডে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ
1997 ওয়ানডে শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা
1995 ওয়ানডে ভারত শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত
1990-91 ওয়ানডে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ
1988 ওয়ানডে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ
1986 ওয়ানডে শ্রীলঙ্কা পাকিস্তান শ্রীলঙ্কা
1984 ওয়ানডে ভারত শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত

এশিয়া কাপ ২০২৩ দল

এশিয়া কাপ ২০২৩ এ মোট ৬ দল ট্রফি জেতার জন্য একে অপরের সাথে লড়াই করবে। এর ৩টি দল করে দুটি গ্রুপ তৈরী করা হয়েছে। যার মধ্যে গ্রুপ ১ ভারত ও পাকিস্তান একই গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ বাংলাদেশ ,শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে রাখা হয়েছে। নীচে আমরা দুটি গ্রুপ এর দলগুলোর নাম উল্লেখ্য করেছি।

গ্রুপ – 1 গ্রুপ -2
ভারত শ্রীলঙ্কা
পাকিস্তান বাংলাদেশ
নেপাল আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল

আপনারা নীচে দেওয়া এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল দেখে নিতে পারেন, কোন দেশ কত পয়েন্ট নিয়ে কত নম্বর স্থানে অবস্থান করছে।

দল জয় হার পয়েন্টস
ভারত 00 00 00
পাকিস্তান 00 00 00
আফগানিস্তান 00 00 00
শ্রীলঙ্কা 00 00 00
বাংলাদেশ 00 00 00
নেপাল 00 00 00

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *