জারুল ফুল নিয়ে ক্যাপশন

জারুল ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি ও কবিতা

জারুল ফুল নিয়ে ক্যাপশন: সম্মানিত পাঠক বৃন্দ আপনাদের সকলকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি জারুল ফুল নিয়ে ক্যাপশন উক্তি ও কবিতা সম্পর্কিত একটি পোস্ট। আপনাদের মাঝে আমরা আজকে জারুল ফেন নিয়ে বেশ কিছু ক্যাপশন উক্তি ও কবিতা তুলে ধরব। অনেকেই অনলাইনে জারুল ফুল নিয়ে ক্যাপশন উক্তি ও পিকচার গুলোর অনুসন্ধান করে থাকে। তাদের মাঝে তুলে ধরার জন্যই আমরা আজকে এই পোস্টটিতে উক্তি কবিতা ও পিকচারগুলো সংগ্রহ করেছি। আপনারা আমাদের আজকের এই পোস্টটি সংগ্রহ করলেন সকল ধরনের উক্তি পিকচার সংগ্রহ করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

বাংলাদেশ শস্য শ্যামলা সুজলা সুফলা উর্বর মাটির দেশ। এদেশের ভূখণ্ডে বিভিন্ন রকম সবুজ গাছপালা ও জঙ্গল দেখা যায়। বাংলাদেশের এই বন জঙ্গল গুলোতে বিভিন্ন রকম ঔষধি গাছের দেখা পাওয়া যায় যেগুলো আমাদের প্রতিটি ক্ষেত্রে উপকার করে থাকে। সেই গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ আছে জারুল গাছ। এটি বাংলাদেশের নিম্নভূমির অন্যতম একটি তরু। এই গাছটির জন্মস্থান আছে দক্ষিণ এশিয়ায়। এটি লেজারস্ট্রমিয়া গনের একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি ফুল হিসেবে সকলের কাছে পরিচিত। জারুল গাছের ফুলের রং বেগুনি। এর বেগুনি রং যেমন আকর্ষণীয় তেমনি ফুলটি দেখতে অনেক কোমল ও নমনীয়। এই ফুলটি ছয়টি মুক্ত পাপড়ির মাধ্যমে গঠিত। জারুল ফুলের রং দেখতে বেগুনি হলেও কিছু কিছু সময়ে এই ফুলটি সাদা রং ধারণ করে থাকে। এই ফুলের সুন্দর পাপড়ি গুলো দেখতে অনেক শোভনীয়। জারুল ফুলের সুন্দর শুভনীয় পাপড়ি ও বেগুনি রং এর কারনে এটি প্রতিটি ফুল প্রেমী মানুষের কাছে অনেক পছন্দের একটি ফুল।

আরও পড়ুন: কুয়াশা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও উক্তি

জারুল ফুল নিয়ে ক্যাপশন

জারুল ফুলের সুন্দর সুন্দর রং ও কোমল পাপড়ির জন্য অনেকেই এই ফুলটি পছন্দ করে থাকে। অনেকেই আবার এই ফুল নিয়ে বিভিন্ন রকম ক্যাপশন গুলো অনলাইনে খুঁজে বেড়াই তাদের জন্যই আমরা আজকে নিয়ে এসেছি জারুল ফুল নিয়ে ক্যাপশন সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই পোস্টটি আমরা আপনাদের মাঝে জারুল ফুল নিয়ে বেশ কিছু ক্যাপশন তুলে ধরব। আপনারা আমাদের আজকের এই জারুল ফুল নিয়ে ক্যাপশন গুলো সংগ্রহ করে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ার যে কোন গণমাধ্যমে যার ফল নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে পারবেন এমনকি আপনার যেকোনো ছবি কিংবা ভিডিওতে আমাদের আজকের এই ক্যাপশন গুলো ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধুদের মাঝে আমাদের আজকের এই জারুল ফুল নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন গুলো শেয়ার করে দিতে পারবেন। নিচে জারুল উপর নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরা হলো:

আমি আজও জারুল ফুল ভালোবাসি,
ময়ূরপঙ্খী রঙের ফুল গুলো ধরতে চাই
সুতো ছেঁড়া ঘুড়ির নাটাই হাতে বসে থাকি
তবু তোমার কাছাকাছি আসা হল না আমার৷

আপনার জন্য গভীর রাত্রিরে আকাশ দেখি
নিঃশ্বাসে আজও জারুল ফুলের ঝাঁঝালো গন্ধ পাই
অবাধ্য হাওয়ায় মেঘদল উপরে সাঁতার কাটছে
বিভীষিকাময় তিমির ভালোবসার বাসর সাজাই।

পার্পল রঙের জারুল ফুল মাথায় গুঁজেছিলে তুমি
আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছি
আমার চোখে ভাসছো তুমি, তোমার চোখে অন্য
আমার হৃদয় আকুল থাকে তোমাকে পাবার জন্য।

একগুচ্ছ জারুলের সাথে তোমার মিল খুঁজে পাই
কী গাঢ় তোমাদের সৌন্দর্য।
সেই সুন্দরের সামনে আমি নিতান্তই এক দরিদ্র প্রেমিক,
তোমার পায়ের আওয়াজে হৃদয় অধৈর্য।

আমাকে ভালোবাসো, আমার সঙ্গে হাসো।
তুমি কখনোই ছুঁয়ে দেখোনি
নীল নীল দুঃখ বা জারুল ফুল
তুমি বিনা এ আমি ছন্নছাড়া ও ব্যাকুল।

এই একলা নিশুতি রাতে
আমার কৃষ্ণ-কলঙ্ক হাতে
তোমায় দিতে এনেছিলাম
অযুত জারুল ফুল।
লাজরঙা ঐ চেহারা থেকে
সরিয়ে দিলাম চুল।

আমি তোমার জন্যই মরে যাবো
যেভাবে তোমার জন্য জন্মেছিলাম
তোমার জন্য এনেছিলাম গুচ্ছ জারুল ফুল
তোমার জন্য রেখে যাবো দুঃখ গানের সূর।

 

তোমার বিষন্নতায় মাখা বিকেলে

 

আমি রংধনু এনে রাঙিয়ে দেব
তোমার কাজল কালো কেশ
আমি জারুল ফুল এনে সাজিয়ে দেব।

শূন্যতা আমাকে কিছু উপহার দিয়েছে।
এর মধ্যে কল্পনা আমার ভীষণ প্রিয়৷
আমি শূণ্যে ভাসি, শূণ্যে মরি।
ফুলের সঙ্গে বাজি ধরি।
জারুল ফুলে সন্ধ্যা নামায়
হাসনাহেনা রাত্রি জাগায়।

হিজল বনে মেঘ নেমেছে
জারুল ফুলে রঙ জমেছে
আমার মনের গহীন কোণে
তোমার কথা লুকিয়ে শোনে

কোনো এক অশান্ত গোধুলিতে
আলো-আঁধারের আব ছায়ায়
তোমাকে একগুচ্ছ জারুল ফুল ধরিয়ে দেব
তুমি শুধু বুঝে নিয়ো,
ভালোবাসি ভালোবাসি।

একটা ছোট্ট আলাপ ছিল
একটুকরো ছায়ার নিচে,
শীতল জলের ধারায় ভিজে
গাছ সেজেছে জারুল ফুলে
গল্প গুলো, বলব তবে
অন্য দিনে, অন্যখানে।

জারুল ফুল নিয়ে উক্তি ও কবিতা

জারুল ফুল অনেকের কাছে অনেক পছন্দনীয় একটি ফুল। এই ফুলটি নিয়ে অনেক কবি ও সাহিত্যিক গান বেশ কিছু উক্তি ও কবিতা লিখেছেন যেগুলো জারুল ফুল প্রেমীদের কাছে প্রধান আকর্ষণ। জারুর ফুল নিয়ে এই উক্তি ও কবিতাগুলো অনেকে বিভিন্ন ওয়েবসাইটে অনুসরণ করে থাকে। তাদের কথা ভেবে আমরা আজকে আমাদের ওয়েবসাইটটিতে নিয়ে এসেছি জারুল ফুল নিয়ে কবিতা ও উক্তি সম্পর্কিত এই পোষ্টটি। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে আপনার পছন্দনীয় সকল ধরনের জারুল ফুল নিয়ে উক্তি ও কবিতা গুলো পেয়ে যাবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে জারুর ফুল নিয়ে কবিতা উক্তিগুলো সংগ্রহ করে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের এই উক্তিগুলো দ্বারা আপনি সোশ্যাল মিডিয়া আপনার অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন। নিচে জারুল ফুল নিয়ে উক্তি ও কবিতা গুলো প্রকাশ করা হলো:

কোন এক গ্রামের বৈশাখী মেলায়
হারিয়ে ফেলেছিলাম তাকে
স্তব্দ হয়ে দাড়িয়ে থাকা জারুল
গাছের তলায় তাকে চুপ করে

দাড়িয়ে থাকতে বলেছিলাম
তখনো একটুখানি শিশির ছিল গাছের পাতায়
দোঁপাটি ফুলের গাছের
উপর বসে থাকা প্রজাপতি

আমায় ডেকে নিয়ে গিয়েছিল
বহুদিন নানারঙা
জোনাকি পোকার আলো দেখিনা
মন ছিল উচাটন।

ফিরে এসে দেখি সে নেই
জারুল গাছটিও নেই
এখন হাজারো ফুলের মেলায়
হাজারো রঙের মেলায়
তাকে খুঁজে বেড়াই

সুখ দুঃখ মিলিয়ে বারো মাস চলে যায়
সে আর ফিরে আসেনা
উচাটন মন হারানোর খেদে
এখন মেলায় মেলায় বাউলের সুরে
জারুল গাছের খোঁজে থাকি।

জারুল ফুল নিয়ে কবিতা

জারুল ফুল নিয়ে কবিতা অনেকেই পছন্দ করে থাকে। জারুল ফুল দেখতে অনেক সুন্দর তাই অনেকেই এই ফুলকে খুব পছন্দ করে। অনেকেই জারুল ফুল নিয়ে কবিতা অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। সে সকল বন্ধুদের জন্য আজকের এই আর্টিকেলটি। নিচে জারণ ফুল নিয়ে কবিতা তুলে ধরা হলো:

তোমায় দিলাম অযুত জারুল ফুল,
তোমায় দিলাম হিজল ফুলের বন,
রোজ নিশিথে একলা থাকার কালে,
আমায় দিও খানিক তোমার মন।
আমায় দিও একটুখানি ছায়া,
একটু দিও শান্ত শীতল জল,
তোমার জন্যে বুকের ভেতর তবু,
সাত সাগরের অশ্রু টলমল।
আমার ভোরের আলোকজুড়ে দ্বিধা,
আমার সকাল বিষণ্নতায় ঠাসা,
একজনমের রাত্রী-দিবসজুড়ে,
তোমার নামেই নিত্য যাওয়া আসা।
আমায় দিও একটুখানি ছুঁয়ে,
আমায় দিও একটুখানি মন,
এই জনমের জন্ম-মৃত্যু জানে,
তুমি মানেই আমার সমর্পণ। ❤
____ সাদাত হোসাইন
শেষ কথা,, জারুল ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস উক্তি ও কবিতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। অনেকেই জানুন ফুল পছন্দ করে থাকেন। যারা এখনো জারণ ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস উক্তি ও কবিতা খুঁজে পাননি তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। জারুল ফুল নিয়ে ক্যাপশন নিবন্ধনটিতে। যদি কোন ভুল তথ্য উপস্থাপন করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়া জারুল ফুল নিয়ে আপনাদের কারো ব্যক্তিগত মতামত থাকলে। আমাদের সঙ্গে তার নির্দেশ শেয়ার করতে পারেন। আমরা সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের নিবন্ধটি পড়ার জন্য আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। পরিশেষে, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন-সুস্থ থাকবেন।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *