ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী

ইমাম আবু হানিফা (রহ.) অত্যন্ত মেধাবী ছিলেন। ছিলেন বোদ্ধা ও দূরদর্শী। তিনি প্রথমত কুফা শহরে ইলমে কালামে পাণ্ডিত্য অর্জন করেন। তারপর ইমাম আ’মাশ, ইমাম হাম্মাদ সহ অনেক শায়েখ থেকে ইলমে হাদীস সম্পর্কে বুৎপত্তি অর্জন করেন। ১২০ হিজরিতে ইমাম হাম্মাদ (রহ.)-এর মৃত্যুর পর ইমাম সাহেব তার স্থলাভিষিক্ত হন।