valentine day শুভেচ্ছা মেসেজ: valentine day ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভালোবাসা দিবস। মূলত ভালোবাসা দিবস কিংবা valentine day প্রাচীনকাল থেকেই উন্নত দেশগুলোতে পালন করা হতো। ভ্যালেন্টাইন ডে দুজন খ্রিস্টান শহীদের প্রতি সম্মান জানানোর জন্য মূলত ভ্যালেন্টাইনস ডে উদযাপন করা হতো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন দেশে এটি বিভিন্নভাবে প্রচারিত হওয়ার কারণে বর্তমান সময়ে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে এই ভ্যালেন্টাইনস ডে পালন করা হয়। তাইতো প্রতিবছর এখন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রতিটি দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিনটি জাঁকজমক ভাবে পালন করা হয়। এই দিনে প্রতিটি মানুষ তার ভালোবাসার মানুষদের কাছে নিজের ভালোবাসার অনুভূতিগুলো গুছিয়ে প্রকাশ করে থাকেন। এছাড়াও ভ্যালেন্টাইন্স ডে প্রতিটি মানুষ বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন। তাই আজকে আমরা ভ্যালেন্টাইনস ডে শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস গুলো আপনাদের মাঝে শেয়ার করব। যেগুলো আপনারা বিশ্ব ভালোবাসা দিবসের দিনে শেয়ার করতে পারবেন।
valentine day কিংবা সেন্ট ভ্যালেন্টাইনস ডাকে অন্যভাবে ভালোবাসা দিবস বলা হয়ে থাকে। প্রতি বছর মূলত 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইনস ডে কিংবা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। valentines day এর প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রাচীনকালে দুজন খ্রিস্টান শহীদের প্রতি সম্মান জানানোর জন্যই মূলত এই দিবসটি পালন করা হতো কিন্তু কাল ক্রমে এই দিবসটি বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন সম্প্রদায়ের ভালোবাসার প্রতি সম্মান জানানোর জন্য প্রচলিত হয়েছে। যার ফলস্বরূপ বর্তমান সময়ে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে প্রতি বছর ১৪ ই ফেব্রুয়ারি তিনটি উদযাপন করা হয়। প্রতিবছর মূলত ভালোবাসা ও অনুরাগের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এটি বর্তমান সময়ের বিভিন্ন দেশে প্রেম ভালোবাসা সাংস্কৃতিক ও বাণিজ্যিক একটি অনুষ্ঠানের পরিণত হয়েছে। তাইতো প্রতিবছর এই দিবস উপলক্ষে প্রতিটি দেশেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে ভালোবাসা অনুরাগীরা ভালোবাসার এই দিনটিতে প্রিয় মানুষের কাছে ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশের মাধ্যমে দিনটি পালন করার চেষ্টা করে। এটি বিভিন্ন দেশে সরকারি একটি ছুটির দিন হিসেবে গৃহীত হলেও বর্তমানে বাংলাদেশ এবং বেশ কয়েকটি দেশে এটি সরকারি ছুটির দিন নয়।
আরও পড়ুন: ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস ও স্ট্যাটাস
ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা মেসেজ
ভ্যালেন্টাইন ডে কিংবা ভালোবাসা দিবস প্রতিবছর 14 ফেব্রুয়ারি উদযাপন করা হয়। যা মূলত প্রেম ও ভালোবাসা অনুরাগী মানুষেরা বিভিন্নভাবে উদযাপন করে থাকে। তাইতো ভ্যালেন্টাইন ডে তে প্রতিটি মানুষ ভালোবাসার মানুষদের কিংবা বন্ধুদেরকে ভ্যালেন্টাইন ডের বিভিন্ন ধরনের স্ট্যাটাস এসএমএস কিংবা শুভেচ্ছা বার্তা গুলোর মাধ্যমে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে থাকে। অনেকেই আবার ভ্যালেনটাইন ডে তে নিজের প্রিয় মানুষের কাছে বিভিন্ন ধরনের স্ট্যাটাস এর মাধ্যমে ভালোবাসার অনুভূতি শেয়ার করেন। তাই আমরা আজকে valentin ডে এর শুভেচ্ছা মেসেজগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমাদের আজকের এই শুভেচ্ছা মেসেজগুলো আপনাদের বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে সহায়তা করবে। নিচে ভেলেন্টাইন ডের শুভেচ্ছা মেসেজ গুলো তুলে ধরা হলো:
তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পারকিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥তুমি আমার নাগালের বাইরে যেতে পারকিন্তূ আমার মন থেকে নয়॥আমি তোমার কাছে কিছু না হতে পারি!But তুমি আমার জীবনের সবকিছু॥
হতে পার তুমি মন থেকে দুরে তথাপিরয়েছো মোর নয়নপুরে॥হয়তো তুমি নেই এই হৃদয়েতবুও রয়েছো পরশেরই ভিতরে।কারণ ভালবাসি শুধুই তোমারে॥
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে পপি আমার ভালোবাসা বুঝে না
এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলেমন ভোলাতে চায়।আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।স্বার্থ উদ্বার হয়ে গেলে,দুঃখ দিয়ে কেটে পড়ে।
এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা, স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।
শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
নরমাল হাতের সুইট লেখে | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনো-ই পাই না॥ জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে ….
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
valentine day শুভেচ্ছার স্ট্যাটাস
প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে প্রতিটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা instagram এ বিভিন্ন ধরনের ভ্যালেন্টাইন ডের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। এই স্ট্যাটাসগুলো মূলত প্রেম ও ভালোবাসা অনুরাগী মানুষদেরই তৈরি করা হয়। তাইতো আজকে আমরা ভ্যালেনটাইন ডে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনাদেরকে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিন দিবসের দিনে ভার্চুয়াল জগতের বন্ধুদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিতে সহায়তা করবে। নিচে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
বিশ্ব ভালবাসা দিবসের নতুন এসএমএস কালেকশন দেখতে ক্লিক করুন
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে! সেটাই হল প্রকৃত ভালবাসা!
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।
মন নেই ভালো, জানিনা কি হলো। পাসে নেই তুমি, কি করি আমি। পাখী যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে। তুমি কি যাবে আমার সাথে?
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥
৭ ফেব্রুয়ারি= রোজ ডে। ৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি= চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি= টেডি ডে। ১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি=hug ডে। ১৩ ফেব্রুয়ারি= কিস ডে। ১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥
আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !
ছেড়ে যাওয়ার তো অনেক কারণ থাকে।
তবে ভালোবাসার একটি কারণই থাকে!
সেটি হলো, “আমি তোমাকে ভালোবাসি”।?
যদি দেখা না হয়
ভেবো না দূরে আছি…
যদি কথা না হয়
ভেবো না ভুলে গেছি…
যদি না হাসি
ভেবো না অভিমান করেছি…
যদি ফোন না করি
ভেবো না হারিয়ে গেছি…
শুধু মনে রেখো
খুব ভালোবাসি তোমায়… ?
যতোটা জানো তুমি
তার চেয়েও বেশি তোমায় ভালোবাসি!?
ভালোবাসি যতোটা, বোঝাতে পরিনি
সেটা ঠিক কতটা,
তবে বলতে পারি এতোটা, আমি নিজের
হইনি যতোটা, তার থেকেও
বেশি তুমি আমার ভেতর বাহির পুরোটা।