আলহাদু লিল্লাহ্! আল্লাহর অশেষ মেহেরবানী এবং আপনাদের দোয়ায় অবশেষে প্রকাশিত হল আপনাদের কাঙিক্ষত প্যারাগ্রাফ ফন্ট মোমেনশাহী বাংলা । ফন্টটিতে মাত্রালতা, সা: ফিচার যুক্ত রয়েছে। ফন্টটি দেশীয় সর্ববৃহৎ বাংলা ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি থেকে প্রকাশিত হয়েছে। আনন্দের সাথে জানাচ্ছি, এখন থেকে লিপিপত্র.কমে ডিফল্ট ফন্ট হিসেবে মোমেনশাহী ফন্টটি ব্যবহৃত হবে। তাই দেড়ি কিসের? এখনই ডাউনলোড করে নিন মোমেনশাহী বাংলা ফন্টটি।
মোমেনশাহী বাংলা ফন্টের তথ্যাবলী:
ফন্টের নাম : মোমেনশাহী বাংলা।
ডিজাইনার : মুস্তফা সাঈদ মুস্তাক্বীম।
ডেভেলপার : মাসুদা আক্তার লিমা।
স্ক্রিপ্ট : বাংলা।
ধরণ : ইউনিকোড এবং আন্সি
স্টাইল : ২ টি স্টাইল
প্রকাশকাল : ১০ এপ্রিল, ২০২২
ফাউন্ড্রি : ফন্টবিডি
মোমেনশাহী বাংলা ফন্টটি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চাইলে ফন্টবিডি কর্তৃপক্ষ থেকে মৌখিক বা লিখিত অনুমতি নিতে হবে। মোমেনশাহী বাংলা ফন্টের ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন।