মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা

স্বপ্ন নিয়ে উক্তি : খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আজকের আর্টিকেল। জীবনে বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে চাইলে বেশি সহযোগিতা সম্পন্ন হতে পারে আজকের এই প্রতিবেদন। মধ্যবিত্ত কি? মধ্যবিত্ত কারা এ বিষয়ে সম্পর্কে জানতে পারবেন আজকের আলোচনা। আবেগে জীবন চলে না জীবন চলে বাস্তবতায় আর বাস্তবতার কাছে হেরে যায় অনেক স্বপ্ন অনেক ইচ্ছে। এর কারণ আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্তদের সহযোগিতার জন্য আমরা আজকের আলোচনায় বিশেষ কিছু তথ্য প্রদান করব এর মধ্যে উল্লেখযোগ্য থাকছে মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে উক্তি স্ট্যাটাস ও কিছু কবিতা। মধ্যবিত্তদের বিষয় সম্পর্কে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিগণ গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য থাকছে মধ্যবিত্তদের স্বপ্ন সম্পর্কিত বিষয়। নিঃসন্দেহে আমাদের আলোচনা সাথে থেকে মধ্যবিত্তদের স্বপ্নকে কেন্দ্র করে লেখা উক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি আপনি একজন মধ্যবিত্ত এই বিষয়টি উল্লেখ করে সুন্দর একটি ক্যাপশন ও স্টাটা সংগ্রহ করতে পারবেন এখান থেকে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ট্যাটাস প্রদানের প্রচলন রয়েছে, তাই অনেকেই মধ্যবিত্ত বিষয়টি উল্লেখ করে স্ট্যাটাস প্রদান করার আগ্রহ দেখিয়ে থাকেন। মূলত তাদের সহযোগিতা করেই আজকের আলোচনায় মধ্যবিত্ত নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরব আমরা। আমাদের সম্পূর্ণ আলোচনার সাথে থেকে মধ্যবিত্তকে কেন্দ্র করে তৈরিকৃত এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করবেন। পাশাপাশি থাকছে মধ্যবিদদের স্বপ্নকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো। মূলত একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং মেয়েরাই পারে এমন বিষয়ে কবিতা লিখতে। মধ্যবিত্তদের স্বপ্নগুলো খুব বড় না হলেও তা পূরণ করা হয় না। অনেকেই রয়েছেন যারা মধ্যবর্ত পরিবার থেকেই স্বপ্ন দেখা ভুলে গেছেন এর কারণ এই স্বপ্নগুলো অনেকের ক্ষেত্রে হয়ে যায় দুঃস্বপ্ন। এরা পারে না নিজের স্বপ্ন পূরণ করতে । পারে না নিজের দারিদ্রতা অন্যের কাছে প্রকাশ করতে। এমন অবস্থায় থেকে মধ্যবিত্তদের স্বপ্নকে কেন্দ্র করে প্রধানিত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারেন আশা করছি বাস্তবমুখী কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন জীবনের শিক্ষা অর্জন করতে পারবেন। মূলত এই সমস্ত বিষয়ে আপনাদেরকে বাস্তবতার কঠিন স্বাদ প্রদান করতে পারবে তাই আমরা আজকের আলোচনাটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করছি সম্পূর্ণ আলোচনার সাথে থেকে বাস্তব জীবন সম্পর্কিত কঠিন কিছু কথা সম্পর্কে জানতে পারবেন যেগুলো মূলত মধ্যবিত্তদের বিষয়ে।

আরও পড়ুন: পরিবার নিয়ে উক্তি, কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি

আজকের এই বিশেষ আলোচনাটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে বিশেষ স্তরের কিছু জ্ঞানী ব্যক্তিদের মতামত। তবে এই মতামত গুলোর সকল ব্যক্তিদের জন্য নয় যারা মূলত মধ্যবিত্ত মধ্যবিত্তের স্বপ্নের বিষয়টি উল্লেখ করে কিছু জ্ঞানী ব্যক্তিগণ মতামত প্রকাশ করেছে সেই মতামত গুলোই তুলে ধরা হবে। মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে নেই এমন মনোভাব প্রকাশ করে জীবন যাপন করছেন অনেকেই তবে এই মধ্যবিত্ত পরিবার থেকেই অনেকেই নিজের স্বপ্ন পূরণের জন্য জীবনের সবকিছু দিয়ে চেষ্টা করে বর্তমান সফল। সত্যিকার অর্থে মধ্যবিত্ত পরিবারের দোহাই দিয়ে পিছিয়ে থাকার কিছু নেই আপনার কর্মের উপর ভিত্তি করে আপনার অবস্থান নিশ্চিত করা হবে এরপরেও মধ্যবিত্তদের স্বপ্নকে নিয়ে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি অনেক কথাই বলেছেন সেই সমস্ত বিষয় সম্পর্কেও জানতে হবে আমাদের। তাই এখানে মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে কিছু উক্তি তুলে ধরছি।

★★মধ্যবিত্তরা পৃথিবীতে জন্মায় অভিনয় করে,সংগ্রাম করে বেঁচে থাকার জন্য।

★★মধ্যবিত্ত পরিবারগুলি জানে, জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায় ।

★★আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি । আমি ধনী হতে পারিনি, তবে আমি গরিবও হয়ে যাইনি । প্রতিটি লোককে তার নিজের লক্ষে লেগে থাকতে হবে ।

★★মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বাইরের জগত টাকে কিভাবে মানিয়ে নিতে হয় ।

★★জীবনের কঠিন মুহুর্ত গুলো কাটিয়ে উঠার উপায়, মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠা মানুষ গুলোই জানে ।

★★মধ্যবিত্তের মানুষ রা অন্যকে মূল্যায়ন করতে জানে, যা ধনীরা খুব কমই জানে ।

★★উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা কেউ, মধ্যবিত্তে বেড়ে উঠাদের মত হতে পারে না ।

★★জীবনের বাস্তব চিত্র দেখতে হলে মধ্যবিত্তদের সাথে চলতে হবে ।

★★পৃথিবীর বেশীর ভাগ সফলতা মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো থেকেই এসেছে ।

★★সমাজের আসল চিত্র বুঝতে হলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত হতে হবে ।

★★মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ গুলোই সমাজে বেশী প্রতিষ্ঠিত ।

★★মধ্যবিত্ত একটি ছোট্ট। কিন্তু এই শব্দটি এতটাই অর্থবহুল যা কখনো একটা অভিধানে প্রকাশ করা সম্ভব নয়।

★★মধ্যবিত্তদের উড়ানোর মত টাকাকড়ি নেই,কিন্তু ২ টাকা পকেটে নিয়ে হাসি দেখার মত রয়েছে অলৈাকিক ক্ষমতা।

★★মধ্যবিত্তদের কখনো স্বপ্ন দেখতে নেই,তারা স্বপ্ন দেখতে ভয় পায়,কারন স্বপ্ন ভাঙার কষ্ট খুব বেদনাদায়ক।

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকে অনেকেই বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস প্রদান করেন। যেহেতু আমাদের দেশে অধিকাংশ পরিবার হচ্ছে মধ্যবিত্ত। এই সমস্ত ফ্যামিলি থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে এবং তারা তাদের এই অবস্থানের বিষয়টি উল্লেখ করে তাদের স্বপ্নের বিষয়টি উল্লেখ করে স্ট্যাটাস প্রদান করার আগ্রহ প্রকাশ করেন তাদের সহযোগিতার জন্য নতুন নতুন কিছু স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা যা আপনার মনের ভাবকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম। মধ্যবিত্তের বিষয়টি উল্লেখ করার ক্ষেত্রে অনেকেই কষ্টের কিংবা নিজের স্বপ্ন অফুরন্ত দুঃস্বপ্ন এমন ভাব প্রকাশ করার আগ্রহ দেখিয়ে থাকেন তাই আমরা এমন কিছু স্ট্যাটাস যুক্ত করেছি আমাদের আজকের আলোচনায়।

১) গাড়ীর তেল রিজার্ভে রেখে

আরও ২-৩ কিমি চালাতে

একমাত্র মধ্যবিত্তরাই পারে।

২) মধ্যবিত্ত একটা ইমোশনের নাম রে পাগলা

তোরা বড়োলোকরা এটা বুঝবিনা।

৩) ঘিঞ্জি ট্রেনে ব্যাস্ত বিকেল

ব্যাকুল আমি ফিরতে বাড়ি

প্রশ্ন মনে আর কতদূর

একটা একটা স্টেশন ছাড়ি।

৪) অর্থ হীন ব্যাস্ততাই

নষ্ট জীবন।

৫) আপেল তো দূর ছাই

সামান্য শাকের আঁটি কিনতে গিয়ে

যারা দামা-দামী করে,

নিঃসন্দেহ বিশ্বাস করুন

তারাই মধ্যবিত্ত।

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে কবিতা

আমাদের দেশে রয়েছে অসংখ্য ছোট বড় কবি, সেই সাথে রয়েছে কবিতা প্রেমী ব্যক্তিগণ। যারা নিয়মিত অনলাইন থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক কবিতা গুলো পড়তে আগ্রহ প্রকাশ করে। তেমন ব্যক্তিদের সহযোগিতার জন্য আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি মধ্যবিত্তদের স্বপ্নকে কেন্দ্র করে লেখা সুন্দর আকর্ষণীয় কিছু ছোট বড় কবিতা। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লেখা ছোট কবিতাগুলো ব্যাপক জনপ্রিয় হয়ে থাকে। এবং এই ছোট কবিতাগুলো মধ্যবিত্তদের স্বপ্নকে এসএমএস হিসেবে পাঠানোর ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়। এসএমএস এর পাশাপাশি প্রিয় মানুষকে কেন্দ্র করে স্ট্যাটাস প্রদান করতে চাইলে এই কবিতাগুলোর লাইন ব্যবহার করতে পারেন। মধ্যবিত্তদের স্বপ্নকে কেন্দ্র করে এমন কবিতাগুলোর মধ্যে রয়েছে রোমান্টিক কবিতা যারা মধ্যবিত্তদের স্বপ্নকে বলতে নিজের ভালোবাসার মানুষটিকে বুঝিয়ে থাকেন তাদের জন্য সেরা ও সুন্দর কিছু রোমান্টিক কবিতা থাকছে যেগুলো আপনি আপনার বউ বা প্রেমিকাকে পাঠিয়ে খুশি করতে পারেন।
মধ্যবিত্তদের স্বপ্ন হতে পারে বিভিন্ন সম্পর্কের। একেকজনের প্রিয় মানুষ এক এক সম্পর্কের ব্যক্তি হতে পারে। অবশ্যই এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস বাই এসএমএস নির্বাচন করবেন। মধ্যবিত্তদের স্বপ্নকে নিয়ে লেখা কবিতা গুলো থাকছে নিচে।

আমি মধ্যবিত্ত
– শামীম বিন সাহেব
আমি হাঁটছি,ঘামঝরানো রোদে,
ক্ষুধার ক্রোধে রগগুলো ফুলে উঠেছে-
ছাতা নেই আমার,কিনি না।
পানির বোতল নেই-চিনি না,সেটা কি!

আমি মধ্যবিত্ত!
চিত্তে নিত্য খেলা করে অবিরাম,শত কল্পনা।
মরুবাস্তবতায় মন আল্পনা আঁকে কত;
ধুলিঝড়ে মুছে যায় আবার,হয়ে যায় নিশ্চিহ্ন। তিনচাকাওয়ালা রিকশা চলছে ঘোমটা দিয়ে,
আমার স্বপ্নগুলো জমেছে ওই ঘোমটায়,
পাশে বসা এক অর্ধাঙ্গী!
অপরুপা ওই সঙ্গী শুধুই স্বপ্ন,সে স্বপ্ন-
যত্ন করার সামর্থ্য আমার নেই।
বারেবারে ফিরে আসি তাই তপ্ত পিচে হাঁটায়!

আমার বাবা-
দারিদ্র্যের থাবাগ্রস্থ এক ফেরিওয়ালা,
প্যাডেলের জোরে নিত্য পথচলা তার।
ছেলে বিদ্যাসাগর হবে,এই তার স্বপ্ন।
জঘন্য এ স্বপ্নের জন্য-
তার রক্তগুলো ঘামের ফোঁটা হয়ে ঝরে নিয়ত।
কোনো এক তপ্ত দুপুরে,
তার অবিরত হাঁকে তৃষ্ণার্ত কাকটাও পিলে চমকে যায়! তবু চলে স্বপ্নবোনা, গোনা থামে না প্রহর-
আমার স্বপ্নের কারিগর বাবার।
অথচ,প্রতিটা প্রহরই অনিঃশেষ যন্ত্রণাময়-
ক্ষয় করে দেয় ভেতরটা।

আমি মধ্যবিত্ত!
নিত্য কত কিপটেমি করে বেড়াই!
নগরীর ধুলি তার সাক্ষী-
ছেঁড়া জুতো আর মলিন প্যান্ট সে ধুলির আপনজন।
ক্ষণ গুনি আমি মগজের হিসেবমেশিনে-
কিভাবে চলবে মাসের শেষক’টা দিন!
শুধিবো কিভাবে বাবার ঘামঝরানো ঋণ!
কঠিন বাস্তবতায় এভাবেই চলে যায় দিনকাল,
নাজেহাল আমার মতোই শত মধ্যবিত্ত।
আদিত্যও তা জানে না-
আমার সেই জ্বালাময় কল্পনার কথা,
দপ করে জ্বলে উঠে যা,
অবিরত নিভে যায়-
সেসব তবু কল্পনায় বাস্তব করি নিয়ত।

“মধ্যবিত্ত”
মুনিফা মুশাররাত ইমা
মধ্যবিত্ত এমন একটি নাম
যার মাঝে লুকিয়ে আছে,
হাজার সুখ-দুঃখের মান-অভিমান।
হ্যাঁ,আমি সেই মধ্যবিত্ত নামক পরিবারেই এক দুরন্ত সন্তান!

জীবনের প্রতিটি পদে আমি বাঁচি লড়াই করে,
কারন আমি যে সেই মধ্যবিত্ত নামক পরিবারেই মেয়ে।
আধার রাতে চোখ বুঝলেই যখন হাজার স্বপ্ন দেয় আমায় হানা,
দিনের বেলা সেই স্বপ্নের কথা মনে পড়তেই যেন
মধ্যবিত্ত নামটি বলে সেগুলো পূরণ করতে মানা।

তখন বুক যে ফেটে,চোখ ভিজে যায় অশ্রু জলে,
মনের মাঝে আমি সেই কষ্টগুলো চাপা দেই মধ্যবিত্ত বলে।
চোখের পানি লুকিয়ে বুকে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলি আমি,
কারন সবশেষেও মনে পড়ে আমি যে মধ্যবিত্ত থেকে আগত।

আমি মধ্যবিত্ত

আমি মধ্যবিত্ত, হাঁসফাঁস করা গরমেও পচে মরি!!

আমি মধ্যবিত্ত, পুরোনো ঘড়ি কে দম দিয়ে সচল করি!!

আমি মধ্যবিত্ত, পান্তা ভাতে, ছাই ভালো!

তবুও খিদের যন্ত্রণায় ভুলে গিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি!

হ্যাঁ হ্যাঁ আমিই সেই মধ্যবিত্ত, যে এই ছলনায় মাকে ফাঁকি দিয়ে বলি, আজ একটা চাকরি জোগাড় করেই বাড়ি ফিরবো

কিন্তু আমার রেজাল্ট তো জেনারেলের মতো ৭০ শতাংশে আটকে

চাকরি বাজারে হাহুতাশ! তবুও হাল ছাড়েনি

সেদিন যখন ইন্টারভিউ টেবিলে আমাকে প্রশ্ন করেছিল? সার্টিফিকেট ছাড়া আর কি আছে যা দেখে চাকরি দেবো

আমি নির্ভয়ে বলেছিলাম, কবিতা লিখি! ছন্দ গড়তে পারি,

ওরা বলেছিল এটা তো সবাই কলেজ জীবনে টুকটাক করে

কবিই হতে কজন হতে পারে,

না আমি কবি নই, মধ্যবিত্তের হাহুতাশ গুলো যখন নিঃশব্দে কথা বলে

সেগুলো আমি ছন্দের আকারে লিখে রাখি ডাইরির মাঝখানে।।

মধ্যবিত্ত

মধ্যবিত্ত জীবন মানে
বাশের চিপায় কষ্ট,
আদা-রসুন নেই যে কিছুই
সারাজীবন নষ্ট।
মনটা ভারী পকেট খালি,
বুকে চাপা কান্না,
শুধু অভাব তাদের স্বভাব
সুখের দেখা হয় না।

দূর আকাশে চাঁদের দেশে
সুখ পাখিটা থাকে,
আলাল দুলাল থাকে সেথায়
তাদের কোথায় রাখে?

এই সমাজের কষাঘাতে
মুখটা লুকায় ওরা,
ভিতর জ্বালা তাদের খেলা
এইতো জীবনধারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *