আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, যা বাংলাদেশের সকল কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত একটি শিক্ষা বোর্ড। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর অধীনে ২০১৭ থেকে প্রতি বছর দারুল হাদিস বা তাকমিল (মাস্টার্স) এর ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর আরবি মাস শাবানে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা শুরু হয়ে রমজানের পূর্বেই শেষ হয়। পরীক্ষায় উত্তীর্ণ সকলকেই মাস্টার্সের সনদ প্রদান করা হয়। হাইয়াতুল উলইয়ার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্ক আলোচনা করব।
হাইয়াতুল উলইয়ার রেজাল্ট দেখার নিয়ম
হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় রেজাল্ট প্রতি বছর রমজানের পর প্রকাশিত হয়। এ বছর আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল ২০২৩ খ্রিস্টাব্দ মোতাবেক ১৪৪৩ হি. জিলকদ মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর হাইয়াতুল উলইয়ার রেজাল্ট তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়। হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে রেজাল্ট দেখতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
হাইয়াতুল উলইয়ার রেজাল্ট ২০২৩
সহজেই পরীক্ষার্থীর ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় রেজাল্ট দেখতে https://alhaiatululya.com/result এ লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ব্যক্তিগত ফলাফলের ঘরে পরীক্ষার্থীর রোল নং লিখুন।
- রোল নং ইংরেজিতে লিখুন।
- ‘দাখিল করুন’ বাটনে ক্লিক করুন।
মাদসারাওয়ারী ফলাফল দেখার নিয়ম
হাইয়াতুল উলইয়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মাদরাসার ফলাফল দেখতে পারবেন। সুনির্দিষ্টভাবে কোনো মাদরাসার ফলাফল দেখতে মাদরাসার কোড নাম্বার জানা থাকতে হবে। এ ক্ষেত্রে মাদরাসার অফিসে যোগাযোগ করে কোড জেনে নিতে পারেন।
- হাইয়াতুল উলইয়া পরীক্ষার মাদরাসাওয়ারী রেজাল্ট দেখতে মাদসারাওয়ারী ফলাফল অপশনে ক্লিক করুন।
- এবার মাদরাসার ইলহাকি নাম্বার বা কোড ইংরেজিতে লিখুন।
- ‘দাখিল করুন’ বাটনে ক্লিক করুন।
উল্লেখ্য, মাদরাসা কোড বা ইলহাকি নাম্বারের ক্ষেত্রে সমস্যা হলে বাম পাশের শূন্য বাদ দিয়ে লিখুন। যেমন: মাদরাসার কোড যদি হয় ০০০০৫, এ ক্ষেত্রে ৫ লিখে সার্চ করুন। অর্থাৎ বাম পাশে থাকা শূন্যগুলো বাদ দিতে হবে। যদি বাম পাশে শূন্যের আগে অন্য কোনো সংখ্যা হয়। যেমন: ০০৫০০২ তাহলে লিখতে হবে ৩০০২
আরো পড়ুন: বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
এভাবে হাইয়াতুল উলইয়ার সকল পরীক্ষার্থী এবং মাদরাসাওয়ারী রেজাল্ট দেখতে পারবেন।