২০২০ সালের সেরা বাংলা ফন্টের তালিকা নিয়ে আজকের আয়োজন। এ তালিকায় ২০২০ সালের যুগান্তকারী ফন্টগুলোর নাম উল্লেখ করা হয়েছে। যেগুলো ব্যবহার করে সহজেই টাইপোগ্রাফি, লেটারিং ডিজাইন করা যায়। যে ফন্টগুলো তুলনামূলক ভিন্ন এবং অন্যান্য সকল ফন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
ইতিপূর্বে ২০২১ সালের সেরা ফন্টগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। সকল বাংলা ফন্টগুলো একটি লিস্টে একত্রিত করার জন্য আমরা কাজ করছি। অতি শ্রীঘরই বাংলা ফন্টের পূর্নাঙ্গ তালিকা প্রকাশিত হবে।
২০২০ সালে প্রকাশিত সেরা বাংলা ফন্টের তালিকা:
- আজাদ ফেনী
- ক্যামেলিয়া
- খালিদ মিয়ারহাট
- খালিদ কালকিনি
- খালিদ মেঠোপথ
- শরীফ চারুতা
- শরীফ জেসমিন
- শরীফ প্রেয়াসী
- শরীফ বৈশাখী
- শামীম শরীফ
- শামীম নূর
- শামীম ইশিতা
- সবুজ বর্ণ
- সিরাজী শেখ
- সুহৃদ শারদীয়া
- রাসেল প্রভাতী
- হাসান রংধনু
আরো পড়ুন: সকল বাংলা ফন্ট ডাউনলোড করুন
আরো পড়ুন: বাংলা ফন্ট – অতীত ও বর্তমান এবং ইতিহাস