ম দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নাম: পৃথিবীতে প্রতিটি মানুষের আলাদা আলাদা নাম রয়েছে। যা মূলত মানুষকে সকলের সাথে পরিচিত করতে এবং সকলের মাঝে আলাদাভাবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। নাম মূলত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের সফলতা কিংবা ব্যর্থতা অর্থাৎ ব্যক্তি জীবনের সকল কিছু প্রকাশ করার জন্য তার নাম ব্যবহৃত হয়। তাইতো প্রতিটি ধর্মেই সন্তানদের নামকরণের ক্ষেত্রে ধর্মীয় রীতি-নীতি অবলম্বন করা হয়। কেননা অনেক সময় এই নামের মধ্যেই একজন মানুষের পুরো জীবনের সকল কিছু নির্ভর করে থাকে। তাইতো দিন বদলের সাথে সাথে মানুষের মন হয়ে উঠেছে আধুনিক তেমনি সন্তানদের নামকরণের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আধুনিকতা অবলম্বন করে থাকে। তাইতো এখন আমরা সন্তানদের নামকরণের ক্ষেত্রে আধুনিক নাম গুলোর প্রাধান্য বেশি দেখতে পাই। তাইতো অনেক সময় অনেকেই তাদের সন্তানদের আধুনিক নাম রাখার জন্য অনলাইনে বিভিন্ন অক্ষর দিয়ে ছেলেদের কিংবা মেয়েদের আধুনিক নাম গুলো অনুসন্ধান করেন। সে সকল পাঠকের উদ্দেশ্যে আজকে ম দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নাম এবং ম দিয়ে ডিজিটাল নাম গুলো তুলে ধরা হয়েছে। যেগুলো প্রতিটি মুসলিম তাদের ছেলে সন্তানদের নামকরণের ক্ষেত্রে নাম গুলোকে ব্যবহার করতে পারবে।
পৃথিবীতে মুসলিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি জাতি যে জাতি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের রীতি-নীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করে থাকে। পৃথিবীতে মূলত মানুষকে সঠিকভাবে সনাক্ত করার জন্য এবং একজন মানুষকে সম্বোধন করার জন্য তার নাম ব্যবহৃত হয়। এই নাম মূলত তার জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে জড়িয়ে থাকে। তাইতো প্রতিটি মানুষ তাদের নিজস্ব ধর্মের রীতিনীতি গুলো অবলম্বন করে মানব সন্তানদের নামকরণের ব্যবস্থা করে থাকেন। পৃথিবীর প্রতিটি জাতি কিংবা ধর্মীয় অনুসারীদের মতো মুসলিম প্রতিটি মানুষ তাদের সন্তানদের নামকরণের ক্ষেত্রে রাসুল সাঃ এর হাদিস কিংবা মহান আল্লাহ তায়ালার তালার পবিত্র কিতাব আল কোরআন থেকে সুন্দর সুন্দর নাম গুলো অনুসন্ধান করেন। সেই সাথে তারা ধর্মীয় বিভিন্ন ধরনের রীতি-নীতির আলোকে রাসুলের সুন্নত মতে সন্তানদের আকিকার মাধ্যমে নামকরণের ব্যবস্থা করেন। অনেকেই আবার সমাজের প্রচলিত নিয়মে সন্তানদের নামকরণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের নামের সাথে মিল রেখে নাম রেখে থাকেন যেমন মেয়ে সন্তানদের ক্ষেত্রে তারা বাবার নামে প্রথম অক্ষর ব্যবহার করেন এবং ছেলে সন্তানদের ক্ষেত্রে তারা মায়ের নামের প্রথম অক্ষর ব্যবহার করে থাকেন।
আরও পড়ুন: ন দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নাম। ন দিয়ে আনকমন নাম
ম দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নাম
প্রতিটি মুসলিম বাবা-মা তাদের সন্তানদের নামকরণের ক্ষেত্রে ইসলামিক অর্থবহ নাম গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন সেই সাথে আরবি নামগুলোকে অনুসরণ করেন। তারা মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তান উভয় সন্তানের ক্ষেত্রেই নাম রাখার জন্য বর্তমান সময়ে জনপ্রিয় আধুনিক নামগুলোকে অবলম্বন করে থাকেন। তাই আমরা আজকে মুসলিম প্রতিটি বাবা-মায়ের উদ্দেশ্যে নিয়ে এসেছি তাদের সন্তানদের একটি সুন্দর নামের তালিকা যেখানে আমরা ম দিয়ে মুসলিম ছেলেদের সকল ধরনের নাম তুলে ধরেছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই তালিকাটি সংগ্রহ করলে ম দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নামের তালিকাটি পেয়ে যাবেন যা আপনার পরিচিত কিংবা আত্মীয়দের সন্তানদের নামকরণের ক্ষেত্রে এনাম গুলোকে ব্যবহার করতে পারবেন। নিচে ম দিয়ে মুসলিম ছেলেদের আধুনিক নামগুলো তুলে ধরা হলো:
ক্রমিক নং | নাম (বাংলায়) | নামের অর্থ (বাংলায়) |
---|---|---|
১ | মইজ | যিনি সুরক্ষা দেন |
২ | মইদু | চালাক |
৩ | মইদুল | প্রধান; নতুন |
৪ | মইনুদ্দিন | বিশ্বাসের সহায়ক |
৫ | মইনুধীন | বিশ্বাসের সহায়ক |
৬ | মঈনুদ্দীন | দ্বীনের বক্ষ |
৭ | মঈনুল ইসলাম | ইসলামের অনুকম্পা |
৮ | মওকিদ | যিনি শপথ গ্রহণ করেছেন |
৯ | মওদাদ | আল্লাহর বান্দা |
১০ | মওদুদ | সংযুক্ত; বন্ধুত্বপূর্ণ |
১১ | মওদুদ আহমদ | প্রিয়াপাত্র অত্যন্ত প্রশংসাকারী |
১২ | মওলা | মাস্টার; প্রভু |
১৩ | মওসুল | আল্লাহর সাথে সম্পর্ক থাকা |
১৪ | মকদুম | যার সেবা করা হয়; মাস্টার |
১৫ | মকবুল | গৃহীত, জনপ্রিয়, সম্মত |
১৬ | মকবুল হোসাইন | স্বীকৃত সুন্দর |
১৭ | মকবুলি | অনুমোদিত, মকবুলের রূপ |
১৮ | মকররমখান | সৎ |
১৯ | মকরাম | উদার বা মহৎ |
২০ | মকিব | শেষ নবী |
২১ | মকিবুল | গৃহীত |
২২ | মক্কা | আরবের একটি শহর |
২৩ | মক্কি | মক্কা সম্পর্কিত |
২৪ | মক্তাজা | দয়ালু হৃদয়ের |
২৫ | মখদুম | মাস্টার, নিয়োগকর্তা |
২৬ | মগিসুর | সূর্য |
২৭ | মঙ্গল | শুভ সময়, শুভ, মঙ্গলময় |
২৮ | মজদুদীন | বিশ্বাসের মহিমা |
২৯ | মজন | বৃষ্টি সহ্যকারী মেঘ |
৩০ | মজিজ | ত্রাণকর্তা বা জল থেকে নেওয়া |
৩১ | মজিদ | মহিমান্বিত, সম্মানিত, উদার |
৩২ | মজিদ আল দীন | বিশ্বাসের মহিমা |
৩৩ | মজিদ, মাজিদ | গৌরবময় |
৩৪ | মজিদুল | সম্মানিত; গৌরবান্বিত |
৩৫ | মজিব | চিত্তাকর্ষক; আনন্দদায়ক |
৩৬ | মজিবর | প্রতিক্রিয়াশীল |
৩৭ | মজিবুল | একজন ভাল মানুষ |
৩৮ | মজিম | যিনি আজান পড়েন |
৩৯ | মজুমদার | রেকর্ড কিপার, আর্কাইভিস্ট |
৪০ | মঞ্জর | ফুলের গুচ্ছ |
৪১ | মঞ্জি | অসুখী |
৪২ | মঞ্জুর | সম্মত; গৃহীত; অনুমোদিত |
৪৩ | মঞ্জুরালি | স্বর্ণ গ্রহণযোগ্য |
৪৪ | মঞ্জুরুল হক | প্রকৃত অনুমোদিত |
৪৫ | মণি | একটি জুয়েল |
৪৬ | মতিউর রহমান | দয়াময়ের দয়া |
৪৭ | মতিউলিসলাম | খালি |
৪৮ | মতিউল্লাহ | আল্লাহর অনুসারী |
৪৯ | মতিজা | সদাপ্রভুর উপহার |
৫০ | মতিন | শক্তিশালী, রোগী, কঠিন, ধ্রুবক |
৫১ | মতুন | ক্ষমতাশালী |
৫২ | মথওয়া | বাড়ি; বাসস্থান |
৫৩ | মথনাভি | জোড়ায় – জোড়ায়; যুগল; বাইনারি |
৫৪ | মদখাল | প্রবেশ, প্রবেশ, প্রবেশ |
৫৫ | মদিয়ান | সৌদি আরবে জায়গার নাম |
৫৬ | মদিহ | প্রশংসিত |
৫৭ | মদীন | আনন্দদায়ক; নির্ভীক |
৫৮ | মদুন | বাসযোগ্য |
৫৯ | মনজির | উজ্জ্বল স্থান; সমৃদ্ধ স্থান |
৬০ | মনফাত | লাভ; দরকারী পরিষেবা |
৬১ | মনসাব | দপ্তর; মর্যাদা |
৬২ | মনসুর | অধ্যক্ষ; আইন |
৬৩ | মনসুর আখতার | বিজয়ি তারা |
৬৪ | মনসুর মুইজ | বিজয়ি বন্ধু |
৬৫ | মনসুরউদ্দিন | ধর্ম ইসলামে বিজয়ী |
৬৬ | মনসুরখান | যিনি অন্যদের জন্য আত্মত্যাগ করেন |
৬৭ | মনসুরাহ | সুরক্ষিত, বিজয়ী, বিজয়ী |
৬৮ | মনসুরি | ভিক্টর; বিজয়ী |
৬৯ | মনসেফ | বিচার দাতা; ন্যায়সঙ্গত |
৭০ | মনিম | বিশ্বাসী |
৭১ | মনির | উজ্জ্বল |
৭২ | মনিরুল হাসান | সুন্দরের পিতা |
৭৩ | মনীরুল ইসলাম | ইসলামের আলোকোজ্জ্বল |
৭৪ | মনীরুল হক | প্রকৃত আলো প্রদানকারী |
৭৫ | মনীশ | মনের প্রভু |
৭৬ | মনোয়ার | আলোকিত; গৌরবময় জীবন |
৭৭ | মন্টাসির | বিজয়ী; বিজয়ী |
৭৮ | মন্তেশর | মনের আনন্দ |
৭৯ | মফিজ | প্রদানকারীর কাছে |
৮০ | মফিজুল ইসলাম | ইসলামের বন্ধু |
৮১ | মবারক | ওয়েল উইশার |
৮২ | মবিন | সংবেদনশীল |
৮৩ | মমতাজ | বিশিষ্ট, সেরা |
৮৪ | মমতাজুদ্দীন | ইসলামের পাগল |
৮৫ | মমতাজুল ইসলাম | ইসলামের সাহায্যকারী |
৮৬ | মমতাজুল হাসান | সুন্দর অহংকার |
৮৭ | মমর | দেওয়া বা মঞ্জুর দীর্ঘ জীবন |
৮৮ | ময়দুল | নতুন; প্রধান |
৮৯ | মযাক্কের | উপদেষ্টা |
৯০ | ময়েজ | সুরক্ষিত |
৯১ | ময়েদ | পুনরুদ্ধারকারী |
৯২ | ময়েন | সাহায্যকারী, সমর্থক, তত্ত্বাবধায়ক |
৯৩ | মর্তেজা | নির্বাচিত |
৯৪ | মর্তোজা | নির্বাচিত |
৯৫ | মল্লিক | আল্লাহর দান |
৯৬ | মশিউর | সুপরিচিত |
৯৭ | মশিক | আকর্ষণীয় |
৯৮ | মসজিদ | মসজিদ, উপাসনালয় |
৯৯ | মসিহুজ্জামান | যুগের মসীহ |
১০০ | মহব্বত | স্নেহ; ভালবাসা |
ম দিয়ে ডিজিটাল নাম
বর্তমান সময়ের পৃথিবী হয়ে উঠেছে আধুনিক। তাইতো বাংলাদেশে কোন প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল হয়েছে। সেজন্য মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটেছে। ডিজিটাল বাংলাদেশের প্রতিটি মানুষ এখন ডিজিটাল বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করে। এখন তারা তাদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি সন্তানদের নামকরণের ক্ষেত্রে ডিজিটাল নামগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। এই ডিজিটাল নামগুলো তারা বিভিন্ন ধরনের আধুনিক নামের বই কিংবা ওয়েবসাইটগুলো থেকে সংগ্রহ করে সন্তানদের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তাইতো আমরা আজকে ম দিয়ে ছেলেদের ডিজিটাল নামগুলো তুলে ধরেছি যেগুলো আপনাদের ছেলে সন্তানদের ডিজিটাল নামকরণের ক্ষেত্রে সাহায্য করবে।
⇒মোহসেন = উপকারি।
⇒মুনাওয়ার আখতার = অতি দীপ্তিমান তারা।
⇒মানসুরুল হক = সত্যের জন্য সাহায্য প্রাপ্ত।
⇒মাবাহুল = সুরমা চোখ।
⇒মাসুম =খুব নিষ্পাপ।
⇒মুনেম = অতি দয়ালু।
⇒মুস্তফা ওয়াদুদ = পূর্ব থেকেই মনোনিত বন্ধু।
⇒মুস্তফা ওয়াসিফ = গুণ বর্ণনাকারী।
⇒মুশতাক আবসার = আগ্রহী দৃষ্টি।
⇒মুবারক = শুভ কোনো কিছু।
⇒মান্নান = অনুগ্রহকারী
⇒মায়মুন = অতি সৌভাগ্যবান।
⇒মামদূহ = অতি প্রশংসিত।
⇒মোহসেন = উপকারি।
⇒মুসলেহ = সংস্কারক।
⇒মুসাররেফ = রূপান্তরকারী।
⇒মুস্তফা আনজুম = মনোনিত তারা।
⇒মুকলেহ = কামিয়ার।
⇒মাকবুল =গ্রহিত জনপ্রিয়।
⇒মুকাররাম = অতি মর্যাদাবান।
⇒মুজতবা রাফিদ = মনোনিত প্রতিনিধি।
⇒মোসাদ্দেক হাবিব = একজন প্রত্যয়নকারী বন্ধু।
⇒মোহসেন আসাদ = একটি উপকারি সিংহ ।
⇒মুস্তফা আশহাব = মনোনিত ভরি।
⇒মানিক = রত্ন।
⇒মানিক আহবাব = রত্ন বন্ধু বা দোস্ত।
⇒মোসাদ্দেক হাবিব = প্রত্যয়দানকারী দোস্ত বা বন্ধু।
⇒মোসাদ্দেক হালিম = প্রত্যয়দানকারী দোস্ত।
⇒মুজতবা আহবাব = মনোনীত দোস্ত বা বন্ধু।
⇒মুয়ী মুজিদ = একজন সম্মানিত লেখক।
⇒মুয়ীজ =অতি সম্মানিত।
⇒মুজাহিদ আহনাফ = অতি সংযমশীল ধর্মবিশ্বাসী।
⇒মুনির = দ্বীপ্তিমান।
⇒মনসুর = সেরা বিজয়ী।
⇒মুনয়িম =দানকারী।
⇒মান্নান = আল্লাহর একটি নাম।
⇒মামদূহ = বেশি প্রসংশিত।
⇒মুনতাজ = বেশ চমৎকার।
⇒মুনিব =অতিরিক্ত অনুতাপকারী।
⇒মালফাআত = সফর।
⇒মনসুর মুইজ = বিজয়ী বন্ধু।
⇒মুস্তফা ফাতিন = আল্লাহ মনোনিত সুন্দর।
⇒মুস্তফা হামিদ = মনোনিত প্রশংসাকারী।
⇒মায়মুন = সৌভাগ্যবান।
⇒মুস্তাফা =মনোনীত।
⇒মাশহুদ = বর্তমান।
⇒মুশফিক = স্নেহশীল।
⇒মোশাররফ = সম্মানিত ।
⇒মাজেদ =অভিজ্ঞ।
⇒মুস্তফা জামাল = মনোনিত।
⇒মাহবুবুর রহমান = আল্লাহর/করুণাময়ের প্রিয়পাত্র।
⇒মুসলেহ উদ্দিন = ধর্মের সংস্কারক।
⇒মুশফিকুর রহমান = পরম দয়ালু অথবা অতিরিক্ত স্নেহশীল।
⇒মাহমুদ = যার বিজয় প্রশংসনীয়।
⇒মিরাজ =সিঁড়ি।
⇒মুঈন = সাহায্যকারী হিসেবে পরিচিত।
⇒মুগীর =নবীর একজন সাহাবীর নাম।
⇒মোফাজ্জল = উন্নত।
⇒মুতাসাল্লিমুল হক = প্রশাসক।