মিনি আইপিএস এর দাম: বিদ্যুৎ সমস্যার পরবর্তী সময় থেকে আইপিএস এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। সারাদেশে বিদ্যুৎ সম্পর্কিত সমস্যা তৈরি হয়েছে যার ফলে মানুষের চাহিদার উপর ভিত্তি করে আইবিএস কোম্পানিগুলো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আইপিএস নিয়ে এসেছেন বাজারে। তবে সকলেই আইপিএস ক্রয়ের ক্ষেত্রে বড় আইপিএস ক্রয় করেন এমনটা নয় অনেকেই নিজের প্রয়োজন অনুসারে আইপিএস নির্ধারণ করেন। বিশেষ প্রয়োজনে ব্যবহারের ক্ষেত্রে মার্কেট রয়েছে মিনি আইপিএস। মিনি আইপিএস গুলোর ব্যবহারের ক্ষেত্র অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ব্যবহার করার জন্য একটি মিনি ক্রয় করতে চাইলে ক্রয়ের পূর্বে এর মূল্য সম্পর্কে তো বিশেষ সম্পর্কে জেনে নিতে পারেন।
আইপিএস এর ক্ষেত্রে কোম্পানি ভেদে মূল্য অনেকটাই কম বেশি হয়ে থাকে। একটি আইপিএস সেটআপে আইপিএস মেশিন এবং ব্যাটারি থেকে থাকে এক্ষেত্রে ব্যাটারির উপর ভিত্তি করে মূল্য কম বেশি হয়। চাহিদার কথা মাথায় রেখে আইপিএস নির্বাচন করতে হবে পাশাপাশি ব্যাটারি। মিনি আইপিএস গুলোর চাহিদা অনেক বেশি অনেকেই ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসা বাড়ির জন্য এই আইপিএস গুলো নির্বাচন করেন। এছাড়াও মিনি আইপিএস রয়েছে যেগুলো মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু রাখতে রাউটার এবং অনুর ক্ষেত্রে ব্যবহার উপযোগী। এমন মিনি আইপিএস এর চাহিদা তৈরি হয়েছে অনেক অনেকেই এই আইপিএস গুলো ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে মূল্য সম্পর্কিত ধারণা নেওয়ার উদ্দেশ্যে অনলাইনে এসে থাকেন আমরা চেষ্টা করব এমন আইপিএস গুলোর বিষয় সম্পর্কে আপনাদের জানাতে এবং আইপিএস গুলোর সঠিক মূল্য আপনাদের মাঝে তুলে ধরতে।
মিনি আইপিএস এর দাম
মিনি আইপিএস গুলোর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে মানুষ এর উপকারিতার বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন। ফলে পূর্বের তুলনায় চাহিদা অনেক বেশি বর্তমান সময়ে আর এই বিষয়টির উপর ভিত্তি করে বিভিন্ন কোম্পানিগুলো মিনি আইপিএস তৈরি করেছে। অন্যের মানের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ হয়ে থাকে মিনি আইপিএস এর ক্ষেত্রে ছোট্ট একটি ব্যাটারি ব্যবহার করা হয়। ব্যাটারি এবং আইপিএস সেটআপের উপর ভীতি করে মূল্য নির্ধারণ হয়ে থাকে ব্যাটারি ভালো হয়ে থাকলে ব্যাকআপ দীর্ঘ সময় পাওয়া সম্ভব এই ধরনের আইপিএস গুলোতে মূলত 6 থেকে 8 ঘন্টা বেকাপ পাওয়া সম্ভব। তবে বর্তমান সময়ে মিনি আইপিএস মার্কেটে বেশ কিছু আইপিএস এসেছে যা এক থেকে দেড় দিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব। অন্যের উপর ভিত্তি করে মূল্য নির্ধারিত হয়ে থাকে । বর্তমান মার্কেট অনুযায়ী ৬৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত mini ipl রয়েছে। যেহেতু সুনামর্চিত কোম্পানিগুলো এ ধরনের আইপিএস তৈরি করেন না তাই বাজারে অনেক নতুন নতুন কোম্পানির মিনি আইপিএস পাওয়া যায় আপনারা মার্কেট যাচাইয়ের পরবর্তী সময়ে সঠিক দামে মিনি আইপিএস ক্রয় করবেন।
আরও পড়ুন: Linux এর কাজ কি? লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা
একটি ভাল মানের আইপিএস মেশিন খুঁজছেন, আপনি নিম্নলিখিত বিবেচনা করা উচিত:
০১। একটি সাইন-ওয়েভ আইপিএস মেশিন কেনার চেষ্টা করুন । কারণ এটি আপনাকে স্থিতিশীল ভোল্টেজ দেবে এবং আপনার ফ্যান রেগুলেটর আপনাকে নিরাপদ রাখবে। ওভারলোডের জন্য লাইট এবং ফ্যান কাটবে না।
একটি বর্গাকার তরঙ্গ আইপিএস-এ সেই সুবিধাগুলি নেই এবং এটি আপনার ফ্যান নিয়ন্ত্রক এবং অন্যান্য ডিভাইসগুলিকে কেটে ফেলতে পারে। এছাড়াও, স্কোয়ার-ওয়েভ আইপিএস ভক্তদের জন্য শব্দ করতে পারে।
০২। মেশিনের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন যেমন বড় ক্ষমতার আইপিএস মেশিন ছোট/মিনি আইপিএস মেশিনের চেয়ে বেশি লোড নেবে । যেমন: 1200VA (960 ওয়াট) 700VA (560 ওয়াট) IPS থেকে বড় ।
০৩। অটো ট্রিকল মোড যা ব্যাটারি ওভার চার্জিং প্রতিরোধ করে।
০৪। আইপিএস মেশিনে আইপিএস এবং ইউপিএস মোড রয়েছে তা পরীক্ষা করুন।
০৫। আপনার আইপিএস মেশিনে ওভারলোড সুরক্ষা রয়েছে তা নিশ্চিত করুন ৷ অন্যথায়, বিদ্যুত চলে গেলে বা শট-সার্কিট হয়ে গেলে এটি মেশিনটিকে কেটে / ধ্বংস করবে।
০৬। আপনার আইপিএস মেশিনের এলসিডি ডিসপ্লে সমস্ত পরামিতি দেখাবে যেমন ব্যাটারি কম ভোল্টেজ বা উচ্চ ভোল্টেজ, ব্যাটারি চার্জ ইত্যাদি।
০৭। ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর পরিষেবা ।
ওয়ালটন আইপিএস এর দাম ২০২৩
ওয়ালটন আইপিএস এর দাম সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিগণ আমাদের সাথে থাকতে পারেন আমরা অবশ্যই দাম দিয়ে আপনাদের সহযোগিতা করব। এছাড়া দামের পাশাপাশি আইপিএস এর যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেই সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেছি আমরা আপনারা চাইলে ওয়ালটনের এই আইপিএস এর বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন আমাদের আলোচনা থেকে। প্রতিনিয়ত অনেকেই আইপিএস ক্রয় করছেন এক্ষেত্রে ওয়ালটনের আইপিএস ক্রয় করার আগ্রহ নিয়ে অনেকেই অনলাইনে এসেছেন এর দাম সম্পর্কে জানার জন্য। এক্ষেত্রে আমরা ওয়ালটনের বেশ কিছু মডেলের আইপিএস লক্ষ্য করেছি চেষ্টা করব ওয়ালটনের তৈরি সমস্ত আইপিএস এর মডেল ও মূল্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে নিচে আইপিএস এর মূল্য তুলে ধরা হচ্ছে।
Tk.1,200
Walton High Voltage Ips WVS-600 SD