বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস: আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং সেই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে আজকের আলোচনা নিয়ে এসেছি যারা মূলত বিয়ের শুভেচ্ছা জানানোর কথা ভাবছেন। পরিচিত ব্যক্তিদের বিয়েতে শুভেচ্ছা জানানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক এক ব্যক্তি এক এক মাধ্যমে বিয়ের শুভেচ্ছা জানিয়ে থাকেন। এর মধ্যে বহুল ব্যবহৃত মাধ্যমের উপর কিছু শুভেচ্ছা বার্তা প্রদান করব আমরা। বর্তমান সময়ে স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টি খুবই জনপ্রিয়তা পেয়েছে। এখানে উল্লেখিত মাধ্যম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। স্বাভাবিকভাবে সকলেই ফেসবুক ব্যবহার করে থাকেন। এবং ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের শুভেচ্ছা জানানোর আগ্রহ প্রকাশ করে থাকেন সকলেই। তাইতো আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে বিয়ের শুভেচ্ছা জানানোর স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব ।
স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুন্দর ক্যাপশন সংগ্রহ করতে পারবেন এখান থেকে ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় স্ট্যাটাস ও ক্যাপশন এর পাশাপাশি থাকে মেসেজ। সুতরাং বিয়ে উপলক্ষে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে চাইলে সরাসরি মেসেজ এর ব্যবহার করতে পারেন আর এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। এর কারণ মেসেজের মাধ্যমে সরাসরি শুভেচ্ছা জানানো সম্ভব তাইতো আমরা আমাদের আলোচনা স্ট্যাটাস ক্যাপশনের পাশাপাশি মেসেজগুলো প্রদান করে থাকি। সুতরাং আমাদের সম্পূর্ণ আলোচনার সাথে থেকে গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
আরও পড়ুন: বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর এসএমএস ও স্ট্যাটাস
বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস
বর্তমান সময়ের ফেসবুকের জনপ্রিয়তা অনেক বেশি তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকল বিষয়ে স্ট্যাটাস প্রদান করার আগ্রহ লক্ষ্য করা যায়। ব্যতিক্রম ঘটে না বিয়ের ক্ষেত্রেও বিয়ের সমস্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে ছবি আপলোড সহ বিভিন্ন স্ট্যাটাস লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কমন একটি বিষয় হচ্ছে বিয়ের শুভেচ্ছা জানিয়ে স্টাটাস। অনেকেই বড় ভাইকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস প্রদান করেন এছাড়াও বন্ধুকে, কিংবা অন্য কোন সম্পর্ক ব্যক্তিকে যাদের বিয়েতে শুভেচ্ছা জানাতে চান স্ট্যাটাসের মাধ্যমেই জানাতে পারেন। বিয়েকে কেন্দ্র করে সুন্দর স্ট্যাটাস প্রদানের মাধ্যমে বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর আগ্রহ থেকে থাকলে এখান থেকে স্ট্যাটাস নির্বাচন করুন এবং ব্যবহার করুন।
তোমাদের দুজনকে আজ একটু বেশি সুন্দর লাগছে, কেন জানো? কারণ তোমরা আজ থেকে স্বামী স্ত্রী। তোমাদের বন্ধন আজীবন সুখের হোক, জীবনে হাসি খুশি থেকো।
বিবাহ জীবনে আগমন করার শুভেচ্ছা জানাই তোমাকে। নিজের জীবন সঙ্গীর সাথে আজীবন সুখে শান্তিতে থাকো, তোমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক।
বিয়ে মানে শুধু হাসি , আর আনন্দ নয়। বিয়ে মানে জীবনে এক সূত্রে দুটি জীবন গাঁথা, বিয়ে মানে জীবনে একে অপরের পাশে থাকা, বিয়ে মানে যে মেয়েটা তার সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে তার দায়ভার নেওয়া আর তাকে সারাজীবন সুখে রাখা। বিয়ে মানে রাগ অভিমান কিন্তু একে অপরের সবকিছু। তোমাদের জানাই বিবাহ জীবনের শুভ কামনা!
বিবাহ মানে দুটি মনের মিলন। আজকের পর থেকে তোমাদের মনের যে মিলন, যে ভালোবাসার বন্ধন সেটিকে সারাজীবন বাঁচিয়ে রেখো। বিবাহের শুভেচ্ছা!
হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।
বিয়ে, কোন ছেলে খেলা নয়। এই দাম্পত্য জীবনকে আগলে রেখো। ভবিষ্যতে সুখী হতে পারবে তবে। শুভকামনা তোমাদের জন্য। – বিয়ের শুভেচ্ছা বানী
বিয়ে শুধু করলেই হবে না; তাকে পুরো জীবন ধরে বয়ে নিয়ে চলার, তাকে টিকিয়ে রাখার পুরো দায়িত্ব তোমাদের দুজনের উপর বর্তায়। আমার শুভকামনা রইলো তোমাদের প্রতি।
তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি। ভালো থেকো সবসময়।
তোমাদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তো কি হয়েছে! দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি, অনেক সুখী হও।
তোমাদের বিবাহিত জীবনে কখনো কোনো তৃতীয় জন কে আসতে দিও না। এতে সম্পর্কে ফাটল ধরে, বিশ্বাসে বাধা পড়ে, ফলশ্রুতিতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শুভেচ্ছা রইলো তোমাদের জন্য।
বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।
বিয়ের মত এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছো নিজেকে। কারো যেন কু- নজর না লাগে, সেদিকে লক্ষ্য রেখো। সুখে থেকো।
সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা কে আরো দৃঢ় করো। একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। ওহ! অভিনন্দন জানাতেই তো ভুলে গেছি। শুভেচ্ছা তোমাদের!
জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।
বিয়ের শুভেচ্ছা ক্যাপশন
বিয়ে বাড়িতে ছবি তোলা খুবই কমন বিষয়। বিয়েকে কেন্দ্র করে অনেকেই ছবি তুলে থাকেন এবং সেই ছবির সাথে সুন্দর ক্যাপশন যুক্ত করে বিয়ের শুভেচ্ছা জানানোর ইচ্ছে পোষণ করেন। আপনার সম্পর্কের উপর ভিত্তি করে ক্যাপশন এর ক্যাটাগরি কিছুটা ভিন্ন হতে পারে। যেহেতু আমরা কোন সম্পর্কের উপর ভিত্তি করে আজকের আলোচনাটি নিয়ে আসিনি সকল সম্পর্কের ব্যক্তিকে বিয়ের শুভেচ্ছা জানানোর বিষয়ে ক্যাপশন তুলে ধরা থাকবে। এক্ষেত্রে আপনাকে সময় নিয়ে ক্যাপশন নির্বাচন করতে হবে আপনার সম্পর্কের উপর ভিত্তি করে বিয়ের শুভেচ্ছা জানানোর সুন্দর ক্যাপশনটি নির্বাচন করার দায়িত্ব একান্ত আপনার।
বিয়ে একটি জুয়া খেলা , পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ ।
— মাদ সোয়াজেন
বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ।
— শুপেনহাওয়ার
পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারাজীবন তীব্র সংগ্রাম ।
— সংগৃহীত
ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশী জ্যান্ত ।
— রবীন্দ্রনাথ ঠাকুর
লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই ।
— রবীন্দ্রনাথ ঠাকুর
বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়।
— স্যামুয়েল জনসন
বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না ।
— রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে । সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয় ।
— রবীন্দ্রনাথ ঠাকুর
ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো । বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না । আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না । মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশী প্রিয় ।
— হুমায়ূন আহমেদ
Arrange marriage – জেনেশুনে বিষের বোতলে চুমুক দেয়া।
Love marriage – সেবনের পূর্বে উক্ত বোতলটি ভালোকরে ঝাকিয়ে নিয়ে পান করা
— সংগৃহীত
বিয়ের শুভেচ্ছা মেসেজ
স্ট্যাটাস ক্যাপশন এর পাশাপাশি অনেকেই সরাসরি বিয়ের শুভেচ্ছা জানিয়ে এসএমএস লিখে থাকেন। এমন মেসেজগুলোর চাহিদা অনেক বেশি তাই আমরা আমাদের আলোচনায় আপনাদের চাহিদার কথা চিন্তা করে বর্তমান সময়ের সেরা কিছু শুভেচ্ছা মেসেজ দিয়ে উপস্থিত হয়েছি। আপনার এই মেসেজটি প্রদানের মাধ্যমে বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পারেন। বিভিন্ন সম্পর্কের ব্যক্তিকে এমন শুভেচ্ছা মেসেজ পাঠানোর মাধ্যমে অভিনন্দন জানাতে পারেন। এছাড়া পরিচিত ব্যক্তিদের মধ্যে এই বিষয়টি খুবই কমন তাই আপনিও সুন্দর একটি মেসেজের মাধ্যমে বিয়ের শুভেচ্ছা জানাতে পারেন। মূলত সম্পর্কের উপর ভিত্তি করে এই মেসেজ গুলো নির্ধারিত হয়ে থাকে। অনেকেই বিয়ের ফানি শুভেচ্ছা মেসেজগুলো খুজে থাকেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বিভিন্ন উপদেশ মূলক শুভেচ্ছা মেসেজ ব্যবহার করার আগ্রহ দেখিয়ে থাকেন অনেক ব্যক্তি। সমস্ত কিছু মিলেই আজকের এই আলোচনাটিতে প্রদান করব কিছু মেসেজ।
আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ কিছু বয়ে আনো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ”।
আমাদের আশীর্বাদী হাত সব সময় তোমাদের মাথার উপর থাকবে। চিন্তা করো না। পিছনে ফিরে তাকিওনা। নবদম্পতিরা, তোমরা সামনে এগিয়ে চলো।
নবদম্পতি অভিনন্দন তোমাদের! বংশের প্রদীপ কে আরও উজ্জ্বল করো। এই দায়িত্ব তোমাদের ই।
শুধু স্বামী-স্ত্রী নয়, দুজন দুজনের বন্ধু হয়ে থেকো। একে অপরকে বুঝতে শেখো, একে অপরকে বিশ্বাস করো সব সময়। অন্যের কথায় কান দিয়ে সম্পর্কে অবিশ্বাস বয়ে এনো না। এবং সবশেষে জানাই ভালো থেকো অনেক।
বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।
বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুময় হোক! সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো। এই কামনা ই থাকলো তোমাদের প্রতি সব সময়!
তোমরা একে অপরের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দাও, নবদম্পতিরা! এই কামনা করি।
আজকে গাছে গাছে পাখিরা মিষ্টি কন্ঠে ডাকাডাকি করছে, ফুলে ফুলে ভরে গেছে গাছ। নতুন পাতায় সজীব হয়ে উঠেছে প্রকৃতি। কেননা, আজ যে শুভ দিন!- তোমাদের দু’জনের বিবাহের দিন। শুভকামনা রইলো!
হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।
তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি।
ভালো থেকো সবসময়।