ফানি স্ট্যাটাস

ফানি স্ট্যাটাস ও পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ২০২৩

ফানি স্ট্যাটাস: প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি পরীক্ষা নিয়ে স্ট্যাটাস ও ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই উপস্থিতি আমরা আপনাদের মাঝে পরীক্ষা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস তুলে ধরব এবং সেইসাথে ২০২৩ সালের নতুন নতুন ফানি স্ট্যাটাস গুলো তুলে ধরব। অনেকেই ফেসবুক বা ইনস্টাগ্রামে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস দিতে চায় আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কোম্পানির স্ট্যাটাস দিয়ে সকলকে বিনোদন দিতে অনেক পছন্দ করে থাকে। তাদেরকে সহায়তা করার জন্য আমরা আজকে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস ও ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত পোস্টটি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমাদের আজকের লেখাটি আপনাদের সকলের ভালো লাগবে।

মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন রকম পরীক্ষা সংঘটিত হয়ে থাকে। পরীক্ষা বলতে বোঝায় মানুষের জীবনের কোন ধারণা কে সমর্থন বা যাচাই-বাছাই করার কার্যপ্রণালী কে পরীক্ষা বলা হয়। পরীক্ষা সংঘটিত হওয়ার পরে অনুষ্ঠিত পরীক্ষার একটি ফলাফল তৈরি করা হয়। ফলাফলটি সাধারণত পরীক্ষার কোনো একটি নির্দিষ্ট ঘটনাকে কিংবা নির্দিষ্ট কোনো গুণকে প্রভাবিত করে থাকে আর সেটির উপর একটি পরীক্ষার ফলাফল তৈরি হয়। উল্লেখিত গুণ এর মাধ্যমে পরীক্ষার কারণ নির্ধারিত হয়। মানুষ তার বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। মানুষের জীবনের উদ্দেশ্য ও মাত্রার ভিত্তিতে পরীক্ষার বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। তবে মানুষের জীবনের প্রতিটি পরীক্ষায় ফলাফলের পুনরাবৃত্তিমূলক পদ্ধতি ও যৌক্তিক বিশ্লেষণের উপর নির্ভর করে থাকে। উদ্দেশ্যের ভিত্তিতে পরীক্ষা জন্য বিভিন্ন রকম পরীক্ষামূলক গবেষণাগার তৈরি করা হয়। বর্তমান সময়ের পরীক্ষা কথাটি শিক্ষা ক্ষেত্রে সবথেকে বড় একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই-বাছাই করা হয়।

আরও পড়ুন: শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কিছু কথা

পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

অনেকে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা উপলক্ষে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে থাকে। তাদের জন্য আমরা আজকে এই পোস্টটিতে নিয়ে এসেছি পরীক্ষা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস। আপনারা আমাদের আজকের এই পোস্টটি সংগ্রহ করলে পরীক্ষা নিয়ে সকলের স্টাটাস সংগ্রহ করতে পারবেন। আপনাদের সকলের সুবিধার্থে আমাদের আজকের এই পোস্টটিতে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস গুলো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের আজকের এই পোস্টটা থেকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করে আপনার বন্ধুবান্ধব ও পরিচিতদের মাঝে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস গুলো দিতে পারবেন। এমনকি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এর মত গণমাধ্যমগুলোতে পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। তাই আপনারা যারা পরীক্ষা নিয়ে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই পোস্টটি সংগ্রহ করুন। নিচে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:

১. আমরা ভাবি যে পরীক্ষায় ভালো মার্ক অর্জন করা গুরুত্বপূর্ণ, তবে এটা কি মনে রাখি যে পরীক্ষায় শুধুই পাঠ্যবইকে কেন্দ্র করে যাচাই করা হয় ?
— বার্নাবি লেনন

২. একটা পরীক্ষা কখনোই তোমাকে তুমি কেমন মানুষ সেটা বিচার করতে পারে না কিংবা তোমার ভবিষ্যত বাণী করে দিতে পারে না।
— লাউরা হেনরি

৩. পড়ালেখা করে যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে | জ্ঞান ছাড়া পড়ালেখা কোনো কাজেই আসেনা।
— এপিজে আবুল কালাম আজাদ

৪. সে পড়ালেখাকেই আমরা বলি শ্রেষ্ঠ শিক্ষা , যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
— রবীন্দ্রনাথ ঠাকুর

৫. শুধু পড়ালেখা নয়, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।
— স্বামী বিবেকানন্দ

ফানি স্ট্যাটাস ২০২৩

নতুন বছর ২০২৩ উপলক্ষে অনেকেই অনলাইনে ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত পোস্টটি অনুসন্ধান করে থাকে। তাদের জন্য আমরা আজকে নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত একটি পোস্ট। আপনারা আমাদের আজকের এই পোস্টটি সংগ্রহ করলে ২০২৩ সালের সকল নতুন নতুন ফানি স্টাটাস সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনার পছন্দনীয় ফানি স্ট্যাটাস গুলো সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় ফানি স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন। আমাদের আজকের এই ফানি স্ট্যাটাস গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে বিনোদন দিতে পারবেন। বন্ধুরা চলুন দেরি না করে দেখে নিই আমাদের আজকের এই ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত পোস্টটি। নিচে ফানি স্ট্যাটাস ২০২৩ সম্পর্কিত পোস্টটি তুলে ধরা হলো:

১. মাঝেমধ্যে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে ফেলে।
— আনান্দি ভেনকাতারামান

২. একজন জজ হলেন আইনের ছাত্র যিনি কিনা নিজের পরীক্ষা নিজেই নেন।
— এইচ এল মেনকেন

৩. পরীক্ষার নম্বর সব সময়ই আপনার বুদ্ধিমতার সমান হয় না।
— সংগৃহীত

৪. তুমি আগে নিজেকে বিশ্বাস কর। এটা জেনে রাখো যে তোমার মধ্যে এমন কিছু আছে যা যেকোনো পরীক্ষার থেকেই উচ্চতর।
— ক্রিশ্চিয়ান ডি লারসন

৫. পরীক্ষার শেষ ৫ মিনিটে সকলের কাছেই এক অন্যরকম শক্তি চলে আসে।
— সংগৃহীত

৬. পরীক্ষা আসলেই অনেক ভালো, এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি ফোন ছাড়াও ৩ ঘণ্টা কাটাতে পারি।
— পিন্টারেস্ট জিয়া

পরীক্ষা।
           – খালিদ বিন সিদ্দীক

পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
“পরীক্ষা” শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।

এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।

সেই পরীক্ষা আসে আবার
দু’দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।

শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।

কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।

এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।

একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!

শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।

ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?

ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।

পরীক্ষার জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে দোয়া চেয়ে স্ট্যাটাস পাবেন আমাদের কাছে। তাই পরীক্ষা নিয়ে দোয়া চেয়ে স্ট্যাটাস সংগ্রহ করে নিন নিচে থেকে। এবং অবশ্যই পরীক্ষা নিয়ে পোস্ট করবেন আপনার ফেসবুক টাইমলাইনে। পরীক্ষা নিয়ে দোয়া চেয়ে স্ট্যাটাস সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।

মহা আতঙ্কের পরীক্ষা
                – সুবর্ণা ভট্টাচার্য্য
পরীক্ষা ওরে পরীক্ষা!
বছরখানিক কেটে যেতে,
হাজির তোমার বেলা।

রুটিন দিল,
পড়ল মাথায় বাজ।
মনের তাড়া দিচ্ছে সাড়া,
পড়ছি যে তাই সাঁঝের বেলা।

সারাদিন শুধু পড়া আর পড়া,
পড়া তো নয় যেন যুদ্ধে লড়া।
আসবে এটা,আসবে ওটা;
অফুরন্ত বইয়ের পড়া।
মানে-মানে কেটে গেলেই প্রাণে সবার বাঁচা।

পরীক্ষা তুমি জীবনের বড়ো খেলা,
আতঙ্কে! ভুলেছি তাই সব নাওয়াখাওয়া।
সকাল-বিকাল ভাবনা এখন,
এত পড়া পড়ব কখন?
সারাবছর দিয়েছি ফাঁকি তাইতো সর্বনাশ!

কেউ পড়ে সরবে,কেউ পড়ে নীরবে,
পড়ছে কেউ হেলেদুলে,
কেউবা আবার নির্ঘুম রাত জেগে,
আমিও পড়ি নড়েচড়ে।

পরীক্ষার পূর্বের রাতে;
সভা হয় রুমে রুমে…
জনে জনে…
বাজলে দু’ঘন্টা ‘একাডেমিক ভবনে’;
দেখা হবে বারান্দায়,
কথা হবে হাতের ইশারায়,
কে কার ভরসায়, ঢুকবে হলে প্রত্যাশায়,
কার সিট সামনে, কার সিট পিছনে
আগে পিছে মারবে কে কখন উকি!
কী যে হবে ভেবে মরে, ভয়ে ভয়ে বাড়ে ঝুঁকি।

ওরে যদু,ওরে মধু,
তোরা আমার আশা
তা-ই রাখি মনে এত ভরসা!
পাশ করলে খাবি আর খাবি;
চিকেন-মার্টন-রুটি
মন ভরে,পেট পুরে
এটা বলে রাখি।

খোলা জানালায় আঙুলের ইশারায়;
তুলে তর্জনি বলবি কেউ,
১ এর ক, মধ্যমাতে খ,
অনামিকাতে গ, ও কনিষ্ঠাতে ঘ…,
এইভাবে উত্তর ছুড়াছুড়ি করবে জনে জনে…
কথা বলব ফিসফিসিয়ে,
লিখব খাতায় হনহনিয়ে…!
পরীক্ষা নিয়ে শত কল্পনা,
রুমে বসে করি কত পরিকল্পনা।

পাশ করা চাই এই ভাবনা এখন মাথায়,
সোজা-কঠিন প্রশ্ন নিয়ে থাকি দুশ্চিন্তায়।
যেতে যেতে পথে তাই বইটি পড়া চাই।

এই পরীক্ষা,সেই পরীক্ষা; পরীক্ষার নাই শেষ।
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ হয় বেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *