পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন: প্রতিটি মানুষ দৈনন্দিন জীবনের সকল ক্লান্তি ও পরিশ্রম দূর করার জন্য বিনোদন কিংবা বিভিন্ন ধরনের ভ্রমণ করে থাকে। অনেকেই বন্ধু-বান্ধব কিংবা আপনজনদের সাথে দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে সকল ক্লান্তি অবসর দূর করে থাকে। আবার অনেকেই লম্বা ভ্রমণে বেরিয়ে পড়ে অর্থাৎ তারা পাহাড় কিংবা সমুদ্র ভ্রমণ করার জন্য কয়েক দিন সকল কার্যক্রম ও চিন্তা থেকে বিদায় নিয়ে পাহাড় অথবা সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে। প্রকৃতিতে যে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রদর্শনীয় স্থানগুলো করে উঠেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাহাড় যার সৌন্দর্য মূলত মানুষকে মুগ্ধ করে তোলে। প্রকৃতির এই সৌন্দর্যময় উপাদানটি মূলত বিশ্বের প্রতিটি দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে চাঞ্চল্যকর মুহূর্ত তৈরি করে থাকে। তাইতো প্রকৃতির সাথে পাহাড়ের গভীর সম্পর্ক রয়েছে। পাহাড় প্রেমী প্রতিটি মানুষ একটু সুযোগ পেলেই মূলত পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়ে। তাই আমরা আজকে সকল পাহাড় প্রেমিক পাঠকের উদ্দেশ্যে নিয়ে এসেছি প্রকৃতি ও পাহাড়ের গভীর সম্পর্কিত একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের মাঝে পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন এবং পাহাড় প্রকৃতি নিয়ে কবিতাগুলো তুলে ধরব।
প্রকৃতিতে যে সমস্ত সৌন্দর্যময় উপাদান সৃষ্টিকর্তা প্রদত্ত করে উঠেছে তার মত অন্যতম একটি হচ্ছে পাহাড় যা প্রকৃতি সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূলত পাহাড়ের পাহাড়ের গা ঘেসে ঝরনা বয়ে চলা পাহাড় পিপাসু মানুষদের মনে পাহাড়ের প্রতি গভীর ভালোবাসা ও প্রেম তৈরি করেছে। তাইতো বিশ্বের প্রতিটি দেশে মানুষ তাদের জীবনের সকল কর্ম ক্লান্তি অবসর দূর করার জন্য প্রকৃতির এই সৌন্দর্যময় উপাদানটি পরিভ্রমনে বের হয়ে থাকে। প্রকৃতির সাথে মূলত পাহাড়ের গভীর সম্পর্ক রয়েছে তাই তো মানুষ অনেকেই প্রকৃতিতে সুন্দর সুন্দর উপাদান গুলো পরিদর্শন করতে বেরিয়ে পড়ে আবার অনেকেই শুধুমাত্র পাহাড়ের উচূ নিচু জায়গা কিংবা পাহাড়ে বয়ে চলা ঝর্ণা গুলো কাছ থেকে পরিদর্শন করে থাকে। তাইতো পর্যটক কিংবা প্রমাণ পিপাসু প্রতিটি মানুষের কাছে পাহাড়ে একটি ভ্রমণের প্রধান জায়গা হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সকল পাহাড়ের মত বাংলাদেশেও বেশ কিছু পাহাড় রয়েছে যা বাংলাদেশী প্রতিটি অঞ্চলের মানুষ তাদের অবসর সময়ে পরিভ্রমনে বেরিয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক বাংলাদেশের এই সুন্দর প্রকৃতি ও পাহাড় পরিদর্শন করার জন্য বাংলাদেশে অবস্থান করে থাকেন। মূলত সকলের কাছে এই পাহাড় ও প্রকৃতি অত্যন্ত পছন্দনীয় একটি জায়গা।
আরও পড়ুন: ছাতা নিয়ে ক্যাপশন | ছাতা নিয়ে স্ট্যাটাস | ছাতা নিয়ে উক্তি
পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতির একটি সৌন্দর্যময় জায়গা হচ্ছে পাহাড় যাকে ঘিরে মূলত প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। তাইতো প্রকৃতিকে পরিদর্শন করার জন্য যেসব মানুষ বেরিয়ে পড়ে তারা পাহাড় প্রেমী হয়ে থাকে কেননা প্রকৃতির একমাত্র সৌন্দর্যময় স্থান হচ্ছে পাহাড় যেখানে উঁচু নিচু মাটি ও সুন্দর ঝর্ণা বয়ে চলা দৃশ্য রয়েছে। তাইতো আজকে আমরা প্রকৃতি পাহাড় পরিভ্রমণকারী প্রতিটি বন্ধুদের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের প্রতিবেদনে পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন। আপনারা যারা প্রকৃতির সৌন্দর্যময় এই উপাদানটি অনেক পছন্দ করে থাকেন তারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই ক্যাপশন গুলো সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পছন্দনীয় ক্যাপশন গুলো দিতে পারবেন। নিচে পাহাড়-প্রকৃতি নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরা হলো:
১. পাহাড় ও যেখানে ঝর্ণাকে লুকিয়ে রাখতে পারে না। আমি কিভাবে আমার অশ্রুজল লুকিয়ে রাখি?
২. আমার আসলে পাহাড় অনেক ভালো লাগে। কারণ আমার মতো কেউ খুবই গোপনে পাহাড়ের মত উচ্চতায় পৌঁছে যায় নিরবে নিভৃতে।
৩. পাহাড় ভ্রমণ করলে আপনি অন্তত বইয়ের বাইরে ও জীবনে কিছু শিক্ষা পাবেন। পাহাড়ের গম্ভীরতা আপনাকে ভাবতে শেখাবে।
৪. কোন এক পাহাড় তোমার আর আমার অভিসারের সাক্ষী হয়েছিল। প্রকৃতির মাঝে ডুবে গিয়েছিলাম আমরা।
৫. মানুষ হয়তো আরও বিশাল। কারণ কিছু মানুষের কাছে পাহাড়সম ভালবাসাও তুচ্ছ হয়ে যায়।
৬. জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি একটি পাহাড় সমতুল্য সমস্যা সমাধান করে। আরো একটি বড় পাহাড় সমস্যার সামনে পড়বেন।
৭. একজন পর্বতারোহী পাহাড় চূড়ায় না ওঠা পর্যন্ত উচ্চতা নিয়ে ভাবে না। বরং আপনার আমার উচিত ওই পর্বতারোহীর মতই নিজের চূড়ান্ত উদ্দেশ্যে পৌঁছে, তারপর নিচের দিকে তাকানো।
৮. কোন এক ভোরে পাখিদের সাথী হয়ে পাহাড়ে দাঁড়িয়ে সূর্যকে আলিঙ্গন করা। আপনার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
৯. আমিও নিজেকে পাহাড়ের মতই শক্তিশালী করে গড়ে তুলছি। তবুও মাঝে মাঝে দুঃখের ঝরনা বয়ে যায় আমার হৃদয়ের ভেতরে।
১০. পাহাড় আমাকে এই শিক্ষা দেয় যে, তোমার ভীত যত গভীরে থাকবে তুমি তত অটল থাকবে। তোমার বাইরেরটা দেখে কেউ ভেতরেরটা আন্দাজ করতে পারবে না যে, তোমার শিকার কত ভিতরে।
১১. ওই পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘ জানে। পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে।
১২. পাহাড় যে নিঃসঙ্গ তা প্রকৃতি ও জানে, তাই হয়তো সবুজের চাদর দিয়ে তাকে ঢেকে দিয়েছে। তাই আমার এই নিঃসঙ্গ জীবনেও প্রকৃতির মতো তোমার ভালোবাসাটা খুব প্রয়োজন।
১৩. ক্লান্ত সূর্যটাও পাহাড়ের ঢালে ঢেলে পড়ে। কত অভিমানে মেঘের জমাটে বৃষ্টি হয় তা পাহাড় ও জানে।
১৪. পাহাড়ের খুব কাছাকাছি থেকে ছিলাম বলেই হয়তো গম্ভীর পাহাড়কে ও আমার নির্ভীক মনে হয়েছে। যেনো পাহাড় ও বলে, কত উদার আমি দেখো। কত বিশাল আমার বুক?
১৫. কোন এক পড়ন্ত বিকেলে পাহাড়ী কোন রাস্তায় এঁকে বেঁকে চলেছিল আমার গাড়ি। শুধু পাহাড় জানত কত দুঃখ লুকিয়ে গিয়েছে আপন মনে।
১৬. পাহাড়কে কখনো চলতে হয় না বরং মানুষই তার দিকে আকৃষ্ট হয়। পাহাড়ের এই বৈশিষ্ট্যকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
১৭. এক পাহাড় হৃদয় প্রেম নিয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছিলাম। তোমার অবহেলার আঁধারে সেটাও ঢেকে গিয়েছিল।
১৮. বিশাল কোন পাহাড়ের ছোট্ট পাখিরও জায়গা হয়। শুধু তোমার মনে আমার একটু জায়গা হলো না।
১৯. আমিও স্বপ্নে দেখি কোন এক পাহাড়ি ঝরনায় স্নিগ্ধ হয়ে উঠবো। যেন মনে হয় আমিও পাহাড়ের কান্নাকে ছুঁয়ে দিয়েছি।
২০. তোমার আমার মধ্যকার এই পাহাড় সম ব্যবধান ও যেন বাস্তবিক পাহাড়কে হার মানিয়ে দিয়েছে।
২১. তুমি না হয় আমাকে ওই পাহাড়ের বুকে এক বনফুলের মতই আগলে রেখো। কারণ তোমার জীবনে দুঃখ জমে জমে তুমিও যে পাহাড়ের মতই হয়ে যাচ্ছ।
পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা
অনেক কবি প্রকৃতি ও পাহাড়ে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। তাইতো অনেকেই কবিরা পাহাড়-প্রকৃতি নিয়ে কবিতা গুলো সংগ্রহ করতে চান। তাই আমরা আজকে পাহাড় প্রকৃতি নিয়ে সকল কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আজকের এই প্রতিবেদনের আলোকে পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে আপনার পছন্দনীয় কবিতা ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধু-বান্ধবদের সাথে আমাদের এই সুন্দর কবিতা গুলো শেয়ার করে দিতে পারবেন। নিচে পাহাড়-প্রকৃতি নিয়ে কবিতাগুলো তুলে ধরা হলো:
যে জীবনে সবুজ পাহাড় দেখেনি,তার জন্মের সার্থকতা এখনও হয়নি’
সবুজ পাহাড় আমায় বারবার ডাকে। দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে এক গুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়। আমাকে সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে নিয়ে যাবে বলে।
ভাবছি, একদিন সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে যাবো, ওই দুর পাহারের চুড়ায়। যেখানে কালো মেঘ অঝোরে কাঁদবে পাহাড়ের ঝরনা হয়ে।
পাহাড়ের লতা ফুলের গন্ধ শুঁকে এই যান্ত্রিক জীবনকে ছুটি দিয়ে আবার জীবনটাকে নতুন করে সাজাবো সবুজ পাহাড়ের আদিবাসী জনপদে। সবুজ পাহাড়ে কিনারে কিনারে বাঁশের ঘর বানাবো। রাতের অন্ধকারে একাকীত্ব যখন তাড়া করে বেড়াবে তখন জোনাকিরা ছুটে আসবে আমার পাহারাদার হয়ে। আঁকা বাঁকা মেঠো পথে ধরে চলতে চলতে ভুলে যাব জীবনের সমস্ত যন্ত্রণা। পাহাড়ের চূড়ায় মাচাং ঘরের উপর বসে রাতের জোছনা দেখবো।
মনের যত দুঃখ কষ্ট সবুজ পাহাড়কে খুলে বলবো। পাহাড় আমায় দুঃখ ভুলিয়ে দেবে।
পাহাড়ের মাঝে মাঝে সাদা মেঘেরা ঢেউ খেলবে। সারাটা দিন ঝিরঝির বাতাসে শুয়ে যাবে হৃদয়। যখন রাত নামবে পাহাড়ের কোলে মেঘেরাও ঘুমিয়ে পড়বে,নীরব পাহাড়ে ভেসে আসবে কলাপাতার ঝড়ঝড় শব্দ। সন্ধ্যা হলেই ঝিঁঝিঁ পোকা ডাকবে। কিছুটা নিরবতা,খানিকটা অন্ধকারে চাঁদ-তারা, মেঘের সঙ্গে মায়াবী রাতটা কাটিয়ে যাবে সবুজ পাহাড়ের কোলে।
দূর পাহাড়ের প্রতিধ্বনি আবার কানে ফিরে আসবে। রাতের অন্ধকারে কুটুম পেঁচা থাকবে আমার ঘুম ভাঙাতে। পৃথিবীর সমস্ত নিরবতা পাহাড়ে এসে জমা হয়। এই যান্ত্রিক জীবনে জমে থাকা ভারি নিঃশ্বাস প্রাকৃতিক কোলে ছেড়ে দিলে মনে প্রশান্তি আসে।