গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম: সুপ্রিয় ভিজিটর বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজ আমরা নতুন এক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর হলো গ্রামীণফোন। একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি সিম কিনতে পারবে বা একজনের নামে কয়টি সিম থাকতে পারবে তার একটি নির্দিষ্ট সীমা করা হয়েছে তা আমরা আগেই আপনাদের জানিয়েছি । তাই সিম কেনার সময় তেমন একটা না ভাবলেও একটা সময় গিয়ে বাড়তি সিম অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেকে তাদের কাছে থাকা বাড়তি সিম বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে চান। হোক সেটা বাড়তি সিম বা বাতিল কিংবা মালিকানা পরিবর্তন, যেকোনো প্রয়োজনেই গ্রামীণফোন সিম এর মালিকানা পরিবর্তন করা যাবে ঘরে বসেই।
বন্ধুরা জিপি অনলাইন শপ এর মাধ্যমে সিম এর মালিকানা পরিবর্তন করা যাবে এখন ঘরে বসেই। এই ধরনের সেবা বাংলাদেশের টেলিকম ইতিহাসে গ্রামীণফোনই প্রথম চালু করেছে বলে জানিয়েছে গ্রামীণফোন অপারেটর। বন্ধুরা অনলাইনে গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন এর পর ডেলিভারি টিম সিম পৌঁছে দিবে আপনাদের প্রদত্ত ঠিকানায়।
আরও পড়ুন: আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম – arabic to bangla translation
জিপি সিম মালিকানা পরিবর্তন এর ক্ষেত্রে ঘরে বসে আবেদন করা যাবে ও হোম ডেলিভারির মাধ্যমে সরাসরি ঘরে বসেই নতুন সিম আপনারা হাতে পেয়ে যাবেন। গ্রামীণফোন সিম এর মালিকানা পরিবর্তন করতে অনলাইনে আবেদন করতে হবে। জিপি সিম মালিকানা পরিবর্তন এর খরচ ০ টাকা। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই এখন গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করা যাবে।
জিপি সিম মালিকানা পরিবর্তনের নিয়ম
পাঠক বন্ধুরা জিপি সিম এর মালিকানা পরিবর্তন করা যাবে গ্রামীণফোন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জিপি সিম এর মালিকানা পরিবর্তন করার জন্য আপনাদেরকে নিচের নিয়ম গুলো অনুসরণ করতে হবে। নিচে নিয়মগুলো দেওয়া হলোঃ
- grameenphone.com/shop/sim-ownership-transfer লিংকে প্রবেশ করতে হবে
- Number you want to transfer বক্সে যে নাম্বারের মালিকানা পরিবর্তন করতে চান সে নাম্বারটি লিখতে হবে।
- Current SIM Owner’s NID or Smart Card Number বক্সে সিম এর বর্তমান মালিকের এনআইডি নাম্বার লিখতে হবে।
- New SIM Owner’s Mobile Number বক্সে সিম এর নতুন মালিকের মোবাইল নাম্বার লিখতে হবে।
- এরপর নিচে থাকা Add to cart অপশনে ট্যাপ করতে হবে এবার চেকআউট পেজ দেখতে পাবেন যেখানে ইমেইল এড্রেস, ডেলিভারি এড্রেস, ইত্যাদি প্রদান করতে হবে।
- সবশেষে Continue to Review তে ক্লিক করতে হবে।
- এবার সিম ডেলিভারির জন্য মোবাইল ব্যাংকিং, কার্ড ব্যাংকিং বা নেট ব্যাংকিং এর মাধ্যমে ডেলিভারি ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কিছুদিনের মধ্যে আপনাদের প্রদত্ত ঠিকানায় সিম ডেলিভার করা হবে। উল্লেখ্য যে এখানে আপনাদেরকে সিম এর মালিকানা পরিবর্তন এর কোনো ফি প্রদান করতে হচ্ছেনা। যে ফি গ্রহণ করা হচ্ছে সেটি মুলত ডেলিভারি ফি যা সিম ঘরে পাঠাতে ব্যবহার হবে। সিমের বর্তমান মালিক এবং নতুন হতে যাওয়া মালিক উভয়কে উক্ত ডেলিভারি এড্রেসে উপস্থিত থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
বন্ধুরা বর্তমানে মোট ৬৪ জেলা শহরের মেট্রোপলিটন এরিয়াতে সিম ডেলিভারি করা হয়। www.grameenphone.com/sim-delivery (যদি আপনাদের অবস্থান জেলা শহরের মেট্রো এলাকার বাইরে হয় অথবা আপনাদের এলাকায় যদি জিপির হোম ডেলিভারি সুবিধা না থাকে, তাহলে জিপি মোবাইল থেকে ১২১ নম্বরে কল করে আপনাদের জন্য প্রযোজ্য উপায় জেনে নিন।
পাঠক বন্ধুরা সিম এর মালিকানা পরিবর্তন করতে বর্তমান মালিক ও নতুন মালিককে প্রয়োজন হবে। যদিওবা সিম এর মালিকানা পরিবর্তনে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবেনা, তবে এনআইডি নাম্বার, কাস্টমারের এড্রেস, জন্ম তারিখ, কাস্টমারের নাম, ইত্যাদি তথ্য বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য প্রদান করতে হবে। এই তথ্যগুলো নির্বাচন কমিশন এর ডাটা দ্বারা ভেরিফাই করা হবে। সঠিক তথ্য প্রদান না করলে।
শেষ কথা: প্রিয় ভিউয়ার্স আশা করি গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম নিয়ে আপনাদের যদি ব্যক্তিগত কোন মতামত থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই তা আমাদের জানাতে ভুলবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সবার আগে আপনাদের মাঝে আপডেট তথ্য প্রকাশ করতে। আমাদের এই আর আজকের নিবন্ধটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে তুলে ধরবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের এই নিবন্ধটি। পড়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।