কাঁদানোর এসএমএস: পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনের বেশ কিছু অবিচ্ছেদ্য অংশ রয়েছে। যে অংশগুলো মানুষের জীবনে একের পর এক পালাবদল করে আসে। জীবনের এই অবিচ্ছেদ্য অংশ গুলো হচ্ছে সুখ-দুঃখ হাসি আনন্দ কষ্ট কান্না ইত্যাদি যা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই প্রয়োজন রয়েছে। মানুষ যেমন আনন্দ পেলে হাসে তেমনি এবার কষ্ট পেলে কান্না করে থাকে। প্রতিনিয়ত মানুষের মনের দুঃখ কষ্ট গুলো কান্না করে মানুষের মাঝে প্রকাশিত হয়ে থাকে। অনেকেই নিজের জীবনের এই দুঃখ কষ্ট গুলো আপনজনদের মাঝে ব্যক্ত করে শেয়ার করে থাকেন আবার অনেকে রয়েছেন যারা নিজের জীবনের এই জমানো দুঃখ কষ্ট গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন। তাদের জন্য আজকে আমরা কাঁদানোর এসএমএস বুক ফাটা কষ্টের এসএমএস গুলো শেয়ার করব। যেগুলো আপনাদের বাস্তব জীবনের দুঃখ কষ্ট গুলোর সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে। আপনারা এই এসএমএস গুলো ব্যবহার করে আপনার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট গুলো প্রকাশ করতে পারবেন।
মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুঃখ কষ্ট। যাকে একজন মানুষের জীবনের সফলতার সিঁড়ি বলা হয়। কেননা পৃথিবীর প্রতিটি মানুষ এই সুখ-দুঃখের সিড়ি অতিক্রম করার মাধ্যমে জীবনের সফল হতে সক্ষম হয়। তবুও মানুষের জীবনে এই গুরুত্বপূর্ণ অংশগুলো এমন জায়গা দখল করে রয়েছে যাও প্রতিটি ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে থাকে। কেননা এগুলো শুধুমাত্র শারীরিক নয় বরং আপনজনদের কাছ থেকে মানসিকভাবেও দুঃখ কষ্টগুলো জীবনে এসে থাকে। মানুষ হয়তো চাইলেই শারীরিক দুঃখ কষ্ট গুলো একসময় নির্মূল করতে সক্ষম হয় কিন্তু মানসিক এই দুঃখ কষ্ট গুলো কখনোই পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দুঃখ কষ্ট গুলো একটি ক্ষতের সৃষ্টি করে থাকে। তবুও সময়ের সাথে চলতে চলতে প্রতিটি মানুষ মনের এই দুঃখ কষ্ট ব্যাথা বেদনা গুলো কমানোর চেষ্টা করে থাকে এবং জীবনে ঘুরে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করেন। একজন মানুষের জীবনের এই দুঃখ কষ্ট গুলো অনেক সময়ে আপনজনের মাঝে শেয়ার করার মাধ্যমেও কমানো সম্ভব হয়। তাইতো অধিকাংশ মানুষ নিজের জীবনে সকল হাসি আনন্দ জমানো দুঃখ কষ্ট গুলো একান্ত আপন বন্ধুদের মাঝে শেয়ার করে থাকেন।
আরও পড়ুন: প্রিয় শিক্ষক নিয়ে কিছু কথা, উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
কাঁদানোর এসএমএস
কাঁদানোর এসএমএস গুলো শুধুমাত্র মানুষের জীবনের চরম দুঃখ কষ্টের অনুভূতি ও কাঁদানোর অনুভূতি গুলোর মাধ্যমে তৈরি করা হয়েছে। যেগুলো শেয়ার করার মাধ্যমে একজন মানুষ তার জীবনের কষ্টকর অনুভূতিগুলো সহজে এসএমএস গুলোর মাধ্যমে প্রকাশ করতে পারে। তাইতো অনেকেই অনলাইনে এসএমএস গুলো অনুসন্ধান করেন তাদের জন্য আজকে আমরা কাঁদানোর সকল এসএমএস উপস্থাপন করব। আপনারা আজকে এসএমএস গুলো সংগ্রহ করার মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট ও কান্না ময় অনুভূতিগুলো এই এসএমএস গুলোর মাধ্যমে সহজে শেয়ার করতে পারবেন। নিচে কাঁদানোর এসএমএস গুলো তুলে ধরা হলো:
তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল!
তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে!
কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার
কোন তুলনা হয়না, আসলেই তা অমুল্য
এককষ্ট আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট
আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি
সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি!!
প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে
আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে
তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়।
বড়অবেলায় পেলাম তোমায়, কেন এখনি
যাবে হারিয়ে? কি করে বলো রবো একলা?
ফিরে দেখো আছি দাঁড়িয়ে। কেন হঠাৎ
তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যায় অজানা।
বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল
উপহার পেতামনা, যত জল পেয়েছি তোমাকে
ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ
ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা
ছিলাম, আর আজও বোকাই রয়ে গেলাম।
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো। যত
দিন বেঁচেথাকি, তোমায় মনে রাখবো
একদিন চলে যাবো হয়তো দেখা হবেনা
সপ্নে আসবো হয়তো চিনবে না দূর থেকে
ডাকবো হয়তো সারাদিবেনা তাই দূর
থেকে বলছি আমায় ভুলে যেওনা আমি
তোমাকে অনেক ভালবাসি।।
মনে করে কিহবে, আর সেই পুরনো কথা।।
যা ছিল সুখ সব নিয়ে গেছো, আর দিয়ে
গেছো এক বুকব্যাথা। আমি তো বেশী
কিছু চাইনি, শুধু চেয়েছিলাম তোমার
একটু ভালোবাসা। এতটুকু যদি নাইবা
দিতে পারলে, তবে কেন এত কাছে টেনেছিলে?
ছলনার মায়াজালে বেঁধে আমায়,
কেন এতটা কষ্ট দিলে??..
তুই তোর মতো করে ভালোবাসিস অন্য
কাউকে আজ, আমি আমার থেকে মুক্তি
দিলাম স্বপ্ন নিয়ে যাস..! অন্য আকাশে
উড়ে দেখিস সুখটা কাকে বলে, ক্লান্ত হলে
ফিরে আসিস আমার চেনা ঘরে..! কখনো
যদি চোখের পাতা ভিজিয়ে যায় জলে
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!
তোমার চলে যাওয়ার কথা ছিলো তুমি চলে
গেছো আমার হারানোর কথা ছিলো আমি
হারিয়েছি কিন্তু পার্থক্য শুধু এইটুকু আমাকে
ভালোবেসে তুমি একটু সময় হারিয়েছো আর
এই অল্প সময়ে আমি আমার পুরা জীবনটাকে হারিয়েছি।
আমি চাইলেই তোমার জীবনকে দুখের
সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে
ভালোবাসি বলে সেটা পারিনি কিন্তু তুমি
পেরেছো কারণ তুমিতো আমাকে কখনো ভালোবাসনি
জীবন থেকে যদি ফেলে আসা দিন গুলোমুছে
ফেলা যেতো তাহলে তোমার জন্যে আর
কস্ট পেতে হতোনা আমি তোমাকে
ছারাই সুখীহতে পারতাম
তোমাকে হারানোর ভয়ছিলো এখন আমার
আর সেই ভয় নেই কারন তুমিতো এখন
আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন
থেকে এখন আর আমি তোমাকে হারানো ভয় করিনা
জীবনে প্রথম একজন আমাকে খুব ভালবেসে
ফেলেছে.. সে নাকি আমাকে ছেড়ে যাবেনা
আমি ছাড়া সে নাকি মূল্যহীন আমাকে ছাড়া
সে অর্থহীন আর সে হল কষ্ট
চোখ কাঁদলে বের হয় লোনা পানি, হৃদয়
কাঁদলে হয় রক্ত ক্ষরন। ভাগ্যিস এই রক্তক্ষরন
টা কেউ দেখতে পায়না। তাই তো নীরবে
রক্তক্ষরন সয়ে যাচ্ছি গভীর কষ্টের কোনো
শেষ নাই, নাই কোনো সীমানা,আছে শুধু
কষ্টের তীব্রতায় ধুঁকে ধুঁকে নিস্ব হয়ে যাওয়া।
বেশীর ভাগ মানুষই নিজেকে দুঃখী ভাবতে
পছন্দ করে। যা কিছু মানুষকে কষ্টদেয়
মানুষ তার পিছনেই ছুটে। যে তাকে
ভালোবাসে মানুষ তাকেই এড়িয়ে চলে এবং
যে তাকে এড়িয়ে চলে মানুষ তাকেই কাছে
পেতে চায় কারণ মানুষ কষ্ট পেতে ভালোবাসে!!
কখনোই বুঝলেনা তুমি, আমার এই মনের
কষ্টগুলো তাতে বিন্দুমাত্র কষ্ট নেই আমার
সত্যি বলছি জমে থাকা কষ্ট গুলো খুব
কাদাঁয় আমাকে। একটাই আফসোস
কখনো দেখাতে পারবো না তোমাকে
কতোটা ভালোবেসেছি, ভালোবাসি
আর ভালোবাসবো চিরদিন।
কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায়,
যে চাওয়া গুলো কখনও পূরন হবার নয়
কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়
যা কখনও বাস্তব হবার নয়….
মানুষ একা থাকতে ভালোবাসেনা।
কিন্তু যখন তার দুঃখ গুলো কেউ বুঝতে চাইনা,
তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে
সবার কাছ থেকে আড়াল রাখে
আজ তুই অনেক সুখে আছিস?
তাই আমাকে ভুলে গেছিস?
আমিও একদিন অনেক সুখে থাকবো?
কিনতু তুই সেদিন দেখিস? আমি তখনও?
তোকেই ভালবাসবো? কেন জানিস…..?
আমি তোকে যতটা ভালোবেসেছি..!!
ততটা ভালোবাসা…..!!
নিজেকেও কোনদিন বাসতে পারিনি.
তোমাকে ভালবাসার আগে
যদি জানতে পারতাম, যে তোমার কষ্টের
একমাত্র কারন হব আমি, তোমার চোখের
একফোটা অশ্রুকণা ঝরারও একমাত্র
কারন হব আমি, তাহলে কখনও তোমার
মুল্যবান জীবনের সাথে আমার এইক্ষুদ্র
জীবনটাকে জড়াতাম না।
দূর থেকে না হই সারাজীবন তোমায়
ভালবেসে যেতাম।
তোমাকে কি দোষ দিবো বল,
ভুলটাতো আমার ছিল যে
আমি তোমাকে ভালবেসেছিলাম।
তখন বুঝিনি যে আমি–
এক মেঘের পিছু নিয়ে ছিলাম
যা হয়তো মিলিয়ে যাবে। বুঝিনি যে তুমি
আকাশের বুক থেকে খসে পরা এক
টুকরো তারা যা কিছুক্ষন পর নিঃস্ব চিহ্ন
হয়ে যাবে। হ্যাঁ, ভয় ছিল আমার মনে….
আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি,,
তোমার স্মৃতিগুলো ততোটাই আঁকড়ে
ধরছে আমাকে মনে করি এইবার সত্যি
ভুলে যাবো তোমাকে.. আর কখনো পিছু
ফিরে দেখবনা তোমাকে. কিন্তু তোমার চেহারা
যখন সামনে আসে, তখন মনে হয় এইবার
দেখি তারপর ভুলে যাবো
তুমি নাহয় আমার সাথে অভিনয়
করে খুব ভালোই আছো…..
জানি সারাজীবন খুব সুখেই
থাকবে…..
কিন্তু আমি??
আমি কি পারবো তোমায়
ছাড়া সুখে থাকতে?
পারবো কি তোমায় ভূলে যেতে?
কোনোদিনও পারবোনা।।
বিধি তুমি সবই জানো, জানো মনের
কথা, আজোতো পেলামনা আমার বাম
পাজরের দেখা, যে আমায়
ভালোবেসে পাশে থাকবে সারাটি
ক্ষন, যে আমায় ভালোবেসে
রাংগীয়ে দিবে আমার ভূবন, বলোনা
বিধি তার দেখা পেতে আর কতক্ষন
রিসিভনা করা প্রতিটা কল?
উওর না দেওয়া প্রতিটা ম্যাসেজ!!
আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা!!
মন কে জানান দিচ্ছিল যে,
সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি!!
বুকফাটা কষ্টের স্ট্যাটাস
কষ্ট মানুষের জীবনের এমন একটি অংশ যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে থাকে। মাঝে মাঝে মানুষের জীবনের কষ্ট গুলো এমন আকার ধারণ করে থাকে যে কষ্টে বুক ফেটে যায়। মানুষের এই বুক ফাটা কষ্টের অনুভূতিগুলো সহজেই মানুষকে বলে প্রকাশ করতে পারেনা । তাইতো বিভিন্ন ধরনের স্ট্যাটাসের মাধ্যমে নিজের জীবনের এই বুক ফাটা কষ্টের অনুভূতিগুলো শেয়ার করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা আমাদের প্রতিবেদনটিতে প্রকাশ করব বুকফাটা কষ্টের বেশ কিছু স্ট্যাটাস। আজকের এই স্ট্যাটাস গুলো আপনাদের বাস্তব জীবনের গভীর কষ্টগুলোর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। তাই আর দেরি না করে চলুন আমাদের এই প্রতিবেদনটির বুকফাটা কষ্টের স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যায়।
১. আমি আর কারো প্রিয়জন হতে চাই না, তবে কারো প্রয়োজন হলে আমাকে ডেকো।
২. জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার খেয়ালে।
৩. প্রিয় তুমি আমার আবেগ নও যে কিছুক্ষণ পরেই কেটে যাবে, তুমি তো হলে আমার সেই মায়া যেটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে।
৪. মানুষের মুখে শুনেছি যে সয় সেই রয়, কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধুই ক্ষয় হয়।
৫. ডিয়ার মৃত্যু,, তুমি আমাকে এসে এই পৃথিবী থেকে নিয়ে যাও, আমি আর কারোর বিরক্তির কারণ হতে চাই না।
৬. পৃথিবীতে তো সেই সব মানুষেরাই সুখী, যারা স্বার্থপর!
৭. জীবনের গল্পটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো কখনো আর আগের মত করে সাজাতে পারব না।
৮. ধন্যবাদ জানাই খারাপ সময় গুলোকে। কারণ আপনার জীবনে খারাপ সময় না আসলে আপনি সঠিক মানুষ চিনতে পারতেন না। কে আপন, কে পর!
৯. কিছু কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে, না কারো সামনে প্রকাশ করা যায়, না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়।