মোবাইলে উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বাংলাদেশের MFS সেক্টরে নতুন এক সম্ভাবনার নাম উপায়। ২০২১ সালে ইউক্যাশ (uKash) নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে উপায় (Upay) রাখা হয়। দেশের অন্যান্য MFS প্রোভাইডার বিকাশ, নগদ, রকেট এর মত উপায় তে রয়েছে বেশ কিছু সুবিধা।
ক্যাশ ইন, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ডোনেশন, এ্যাড মানি, পেমেন্ট, ইন্ডিয়ান ভিসা সহ ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা উপায়-এ রয়েছে।
মোবাইলে উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। সেই সাথে উপায় ব্যাংকিং সুবিধা গুলোও বিস্তারিত জেনে নিন।
উপায় (Upay) মোবাইল ব্যাংকিং সুবিধা
ক্যাশ ইন – cash In
একজন গ্রাহক তার নিকটবর্তী এজেন্ট এর কাছ থেকে যে কোনো সময়ে নিজ একাউন্টে ক্যাশ ইন করতে পারবে। এ ক্ষেত্রে গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা ক্যাশ ইন করতে পারবে।
ক্যাশ আউট – cash out
গ্রাহক তার একাউন্টে জমাকৃত অর্থ যেকোনো সময় তার নিকটবর্তী উপায় (Upay) এজেন্ট থেকে (সর্বনিন্ম ৫০ টাকা) বা UCB ব্যাংক এর ATM বুথ থেকে (সর্বনিন্ম ৫০০ টাকা) ক্যাশ আউট করতে পারবে। ক্যাশ আউট করলে প্রতি হাজারে ৮ টাকা চার্জ প্রযোজ্য হবে।
মোবাইল রিচার্জ – mobile recharge
গ্রাহক চাইলে যে কোনো সময় নিজের বা অন্য কারো মোবাইল নাম্বারে উপায় ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।
সেন্ড মানি – send money
গ্রাহক নিজ একাউন্ট থেকে অন্য আরেকজন উপায় গ্রাহকের নিকট টাকা পাঠাতে পারবে। এতে চার্জ প্রযোজ্য নয়।
মানি রিকোয়েস্ট – money request
উপায় গ্রাহকদের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হচ্ছে মানি রিকোয়েস্ট পাঠানো। যদি কোনো গ্রাহকের একাউন্টে টাকা না থাকে। তাহলে সেই গ্রাহক উপায় ব্যবহারকারী অন্য গাহকের কাছে প্রয়োজন পরিমাণ মানি রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদি সেই গ্রাহক তার মানি রিকোয়েস্ট একসেপ্ট করে। তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের একাউন্টে চলে যাবে। এটি উপায় এর অন্যতম সেবা।
আরো পড়ুন: বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
ইন্ডিয়ান ভিসা ফি প্রদান – Payment of Indian Visa Fee
উপায় (Upay) গ্রাহক ইন্ডিয়া ভ্রমণ করতে চাইলে ভিসার ফি উপায় ব্যবহার করে পরিশোধ করতে পারবে। ফলে ব্যাংক বা এ্যাম্বাসিতে কষ্ট করে লাইনে দাড়িয়ে থাকবে হয় না।
এ্যাড মানি – add money
উপায় একাউন্টে টাকা না থাকল যেকোনো ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফারের মাধ্যমে যোগ করা যায়।
ডোনেশন – donation
বিকাশের মত উপায়েও রয়েছে ডোনেশন সুবিধা। গ্রাহক উপায় ব্যবহার করে যে কোনো খাতে অর্থ ডোনেট করতে পারে।
পেমেন্ট – payment
অনলাইনে কোনো পণ্য কেনাকাটার পর উপায় ব্যবহার করে গ্রাহক সহজেই পেমেন্ট বিল পরিশোধ করতে পারেন।
মোবাইলে উপায় একাউন্ট দেখার নিয়ম
উপায় একাউন্টের ব্যালেন্স দুটি পদ্ধতিতে দেখতে পারেন।
- ডায়ালের মাধ্যমে।
- App এর মাধ্যমে।
কিভাবে ডায়ালের মাধ্যমে কোড ব্যবহার করে উপায় একাউন্ট দেখা যায়। প্রথমে তা বিস্তারিত জেনে নেই।
উপায় ব্যালেন্স চেক কোড – উপায় একাউন্ট দেখার নিয়ম – Upay Account Dial Code
- উপায় একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য *268# নাম্বারে ডায়াল করুন।
- একাউন্টে অনেকগুলো অপশন দেখতে পারেন। আপনি 7 সংখ্যাটি ডায়াল করুন।
- এরপর আরো কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে 1 সংখ্যাটি সিলেক্ট করুন।
- এরপর আপনার একাউন্টের পিন নাম্বারটি প্রদান করে সেন্ড বাটনে ক্লিক করুন।
এভাবে আপনি নিজেই নিজের উপায় একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
আপনি যদি স্মার্ট ফোন ব্যবহার করেন। তাহলে আরো সহজেই উপায় app ব্যবহার করে সহজেই একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এর জন্য
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে উপায় app টি ইন্সটল করে নিন।
- ইন্সটল হওয়ার পর app টি ওপেন করুন।
- এরপর যে নাম্বার ব্যবহার করে উপায় একাউন্ট তৈরি করেছিলেন। সেই নাম্বারটি প্রথমে দিন।
- এরপর গোপন পিন কোডটি দিয়ে app টি লগইন করুন।
লগইন হওয়ার পর ড্যাশবোর্ডে ব্যালেন্স চেক করার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার উপায় একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এটিই ছিল উপায় একাউন্ট দেখার নিয়ম। আপনি যদি নগদ ব্যবহার করে থাকেন। তাহলে দৈনিক নগদ একাউন্টের লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। উপায় একাউন্ট দেখার নিয়ম পদ্ধতি আপনার কাছে কেমন লেগেছে। তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আরো পড়ুন: নগদ মোবাইল ব্যাংকিং লিমিট ২০২২