ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস ও মেসেজ: বিশ্বের প্রতিটি মুসলিম নারী পুরুষের জীবনে সব থেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এটি প্রতিটি মানুষের জীবনের একটি খুশির দিন এবং আনন্দের দিন। এই দিনটি মূলত প্রতিটি মানুষ আপনজন বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়দের সাথে আনন্দ খুশিতে কাটিয়ে থাকে। প্রতিটি মুসলিমের আনন্দ খুশির ঈদ বছরে দুবার এসে। প্রতিবছর ঈদ মূলত মানুষের মাঝে শান্তির বাণী এবং সম্প্রীতি নিয়ে উপস্থিত হয়ে থাকে। তাইতো ঈদের আনন্দ খুশিতে বিশ্বের প্রতিটি মুসলিম নারী-পুরুষ মেতে উঠে। ঈদ উপলক্ষে তারা নতুন পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে বন্ধুদের কিংবা আত্মীয়দের আপ্যায়ন ঈদের শুভেচ্ছা এমনকি ঈদের দিনে তারা ঈদের সালামি আপনজনদের কাছ থেকে আদায় করে নেয়। তাইতো ঈদ উপলক্ষে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস গুলো শেয়ার করেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস মেসেজগুলো তুলে ধরেছি। আপনারা প্রতিবেদনটির আলোকে ঈদের সালামি নিয়ে স্ট্যাটাসের মেসেজগুলো সংগ্রহ করে আপনি ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।
ঈদ প্রতিটি মুসলিম নারী পুরুষের জীবনের একটি বিশেষ দিন এটি হচ্ছে আনন্দের দিন ও খুশির দিন। এই দিনে বিশ্বের প্রতিটি নারী পুরুষ আপনজন বন্ধু-বান্ধব সকলকে নিয়ে ঈদের দিনটি উদযাপন করে থাকে এবং আনন্দ খুশিতে মেতে উঠে। প্রতিবছর মূলত মুসলিম নারী পুরুষের জীবনে এই খুশির দিন দুবার উপস্থিত হয় একটি হচ্ছে রমজান ঈদ কিংবা ঈদুল ফিতর অন্যটি হচ্ছে ঈদুল আযহা অর্থাৎ কুরবানীর ঈদ। ঈদুল ফিতর কিংবা রমজান ঈদ উপলক্ষে প্রতিটি মুসলিম নারী পুরুষ মহান আল্লাহতালার তাকওয়ার উদ্দেশে রমজানের সিয়াম পালন করে থাকে। একমাস সিয়াম পালন করার পরিশেষে ঈদের আনন্দ প্রতিটি মুসলিমের অন্তরকে শীতল করে দেয়। মহান আল্লাহতালা এই পবিত্র উৎসবের মাধ্যমে মূলত সকলের ইচ্ছা বাসনা পূর্ণতা দান করেন এবং সেই সাথে তাদের জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি দান করে থাকে। তাইতো প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম ঈদের আনন্দ খুশিতে নিজের পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী সকলকে নিয়ে মেতে উঠে। বছর ঘুরে ঈদ মূলত পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজনদের সাথে সকল ধরনের বৈষম্য ভেদাভেদ দূর করে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে।
আরও পড়ুন: valentine day শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস
ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস
ঈদ প্রতিটি মুসলিম নারী পুরুষের জীবনের একটি আনন্দের দিন। এই দিনে প্রতিটি নারী-পুরুষ ও মুসলিম ধর্মালম্বীরা ঈদের দিনটি আনন্দ খুশিতে মেতে উঠে ও সকলকে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করে থাকে। তবে ঈদের আরেকটি বিশেষ অংশ হচ্ছে ঈদের সালামি অর্থাৎ ঈদ উপলক্ষে প্রতিটি মানুষ আপনজনদের কাছ থেকে সালামি নিয়ে থাকে। অনেকেই আবার ঈদের আগমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের উদ্দেশ্যে কিংবা প্রিয় মানুষদের উদ্দেশ্যে ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস গুলো শেয়ার করেন। তাই আমরা আজকে ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা আমাদের প্রতিবেদনের আলোকে ঈদের সালামি নিয়ে সকল ধরনের নতুন নতুন স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। এই স্ট্যাটাসগুলো মূলত আপনাদের ঈদ উপলক্ষে বন্ধুদের উদ্দেশ্যে সালামি নিয়ে স্ট্যাটাস দিতে সাহায্য করবে। নিচে ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো,
কিছু কথা না বলা থেকে যায়, কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়, এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
ঈদের দিন সবচেয়ে খুশির সময় হচ্ছে হাতে সালামি পাওয়া।
ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক
সালামি না দিলে ঈদের দাওয়াত দেওয়া হবে না। তাই দাওয়াতের পূর্বেই নগদে ঈদের সালামি টা দিয়ে দিন।
রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
সালামি টা দিন হাতে।
নতুন বছরের ঈদ মানেই সালামি পাওয়ার আরেকটি সুযোগ। তাই এই সুযোগ হাত ছাড়া করতে নেই।
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর..
ঈদ মোবারক মেসেজ
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
হাঁসের ডিম মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের সালামি না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদের সালামি নিয়ে মেসেজ
অনেকেই বন্ধুদেরকে ঈদের উপলক্ষে ঈদের সালামি যাওয়ার জন্য সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়ে থাকে। তাইতো আমরা আজকে আমাদের প্রতিবেদনে আপনাদের সকলের উদ্দেশ্যে ঈদের সালামি এর নতুন নতুন মেসেজ গুলো নিয়ে এসেছি। ঈদের সালামি নিয়ে এই মেসেজগুলো আপনাদের উদ্দেশ্যে খুব সুন্দর ভাবে আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে। আপনারা যারা পবিত্র ঈদ উপলক্ষে বন্ধুবান্ধব কিংবা আপনজনদের কাছ থেকে সালামি নিতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে সুন্দর সুন্দর এই মেসেজগুলো সংগ্রহ করে বন্ধুদের মোবাইল ফোনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে তাদের কাছ থেকে সালাম নিতে পারবেন। নিচে ঈদের সালামি নিয়ে সকল মেসেজ তুলে ধরা হলো:
শুভ রজনী শুভ দিন।।।
রাত পেরোলেই ঈদের দিন
উপভোগ করবে সারাদিন
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ মোবারক
ফুল সুবাস দেয়
দৃষ্টি মন চুরি করে
খুশি আমাদের হাসায়
দুঃখ আমাদের কাদায়
আমার এসএমএস তোমাকে শুভেচ্ছা জানাই
ঈদ মুবারক
মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কয়েক দিন।।।
ঝড় বৃষ্টি রোদের দিন….
আসবে কিন্তু ঈদের দিন।।
নদীর ধারে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম
ঈদ মোবারক
ঈদে থাকবে নাকো হ্রদয়ের ব্যাথা.
আমার অনেক চাওয়া.
ইদ থেকে সব পাওয়া.
তাই ইদের প্রতি এত ভালবাসা।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়।।
ঈদ মোবারাক
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
ঈদ মোবারক!
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব
ইদ মানে আনন্দ ইদ মানে খুশি।
ইদ মানে হাজার কষ্টের মাঝেও
একটুখানি হাসি
ইদ মোবারক।
দিনে গরম রাতে শীত
চলে এসেছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল
খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি-খুশি
তোমাকে চাই পাশাপাশি।
ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক