ইমোশনাল লাভ মেসেজ: বর্তমান সময়ে ইমোশনাল শব্দটির ব্যবহার অনেক। এছাড়াও ইমোশনাল সকল কিছুর প্রতি মানুষের আগ্রহ রয়েছে এর কারণ এই অনুভূতিটি সকল ব্যক্তির ক্ষেত্রে কমন। মানুষের মধ্যে এই স্বভাব রয়েছে যেটির সাথে মানুষের মিল রয়েছে সেটি মানুষের খুব তাড়াতাড়ি ভালো লেগে যায়। আজকের আলোচনায় আমরা আপনাদেরকে প্রদান করব ইমোশনাল লাভ এসএমএস অর্থাৎ ইমোশনাল ভালোবাসার মেসেজ। আপনি যদি প্রেম ভালোবাসার সম্পর্কের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমোশনাল লাভ এসএমএস গুলো ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রেই এই মেসেজগুলো ব্যবহারের মাধ্যমে প্রিয়জনকে আকৃষ্ট করা সম্ভব। প্রেমের সম্পর্কে এমন ইমোশনাল লাভ মেসেজ বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো আমরা এমন মেসেজগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি। সম্পূর্ণ আলোচনার সাথে থেকে আপনি বেশ কিছু ইমোশনাল লাভ মেসেজ সম্পর্কে জানতে পারবেন সংগ্রহ করতে পারবেন এমন মেসেজগুলো।
চেষ্টা করছি সেরা মেসেজগুলো আপনাদের মাঝে তুলে ধরতে এছাড়াও প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে নতুন নতুন ইমোশনাল লাভ মেসেজগুলো নিয়ে আসার অন্যতম সেরা একটি আর্টিকেল এটি। ইমোশনাল অর্থাৎ মানসিক সংবেদনশীল আবেগপূর্ণ ভাবপ্রবণ সংক্রান্ত এমন কিছুই বোঝানো হয়ে থাকে। সুতরাং বুঝতে সক্ষম হয়েছেন ইমোশনাল লাভ এসএমএস গুলোর গুরুত্ব ও এর ব্যবহার সম্পর্কে । এমন মেসেজগুলো শুধুমাত্র মেসেজের মাধ্যমেই ব্যবহার হয়ে থাকে এমনটা নয় অনেকেই এই মেসেজগুলো সংগ্রহ করার মাধ্যমে পরবর্তী সময়ে সুন্দর একটি স্ট্যাটাস তৈরিতে ব্যবহার করে থাকেন। এছাড়াও ক্যাপশন হিসেবে এর ব্যবহার রয়েছে সুতরাং যে ক্ষেত্রে ব্যবহার করুন না কেন সেরা ও সুন্দর ইমোশনাল লাভ মেসেজগুলোর প্রয়োজনীয়তা অনুভব করে থাকলে সম্পূর্ণ আলোচনার সাথে থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
আরও পড়ুন: মেসেঞ্জারে মেয়ে পটানোর উপায়, কৌশল ও এসএমএস
এই মেসেজগুলোর ব্যবহার হয়ে থাকে প্রত্যাখ্যান কৃত সম্পর্কগুলোতে। অনেক ক্ষেত্রে অনেকের ভালোবাসা ফিরিয়ে দিয়ে থাকেন অনেক ব্যক্তি। খুব বেশি ভালোবাসা থেকে থাকলে সেখান থেকে ইমোশনাল হয়ে যায় মানুষ। ইমো তো অবস্থায় নিজেরা ইমোশনাল লাভ মেসেজগুলো লিখতে না পারলেও অনলাইন থেকে ইমোশনাল লাভ এসএমএস গুলো সংগ্রহ করার ইচ্ছে প্রকাশ করে অনুসন্ধান করেন। আর সেই সমস্ত ব্যক্তিদের সহযোগিতার উদ্দেশ্যেই আমরা নিয়ে এসেছি ইমোশনাল লাভ মেসেজ।
ইমোশনাল লাভ মেসেজ
গভীর ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিকে ইমোশনাল লাভ মেসেজ প্রদান করার আগ্রহ প্রকাশ করে যারা অনলাইনে রয়েছেন তারা এখান থেকে সুন্দর ও সেরা কিছু ইমোশনাল লাভ মেসেজ পেতে চলেছেন। প্রেমের সম্পর্কে বর্তমান সময় জায়গা করে নিয়েছে প্রতারণা ধোকা ও অভিনয়। অনেকেই আমাদের ভালোবাসার সাথে ধোঁকা করে থাকে ব্যথা দিয়ে থাকে মনে এমন অবস্থায় তাদের কাছে ইমোশনাল লাভ মেসেজ গুলো প্রদান করার ইচ্ছে জাগে। আপনার ইমোশনের বিষয়গুলো উল্লেখ করতে পারেন নিজের ভালোবাসার কথা সাথে সংযুক্ত করার মাধ্যমে। অনেকেই নিজেরাই এমন মেসেজগুলো লিখতে পারে না তাই তো অনলাইন থেকে এমন মেসেজগুলো সংগ্রহের ইচ্ছে প্রকাশ করে থাকেন। সেই সমস্ত পাঠক ব্যক্তিদের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি সুন্দর ও সেরা কিছু ইমোশনাল লাভ মেসেজ প্রদান করতে।
জীবনের গতির কথা ভেবে দুটো পায়ের গতিও থেমে রয় ।
একাকি এই পথে তখন শুধু আত্মবিশ্বাসই সঙ্গি হয় ।
যতই চাই খুশি মন নিয়ে কথা বলতে,
ততই হয়ে যায় খারাপ,
তোমার কিছু ভুলের কারনে।
আর এটাই তো পারি না মনকে বোঝাতে,
তাই তো দু জনকেই সবসময় এত কষ্ট পেতে হয়।
তোমাকে তার চেয়ে বেশি ভালবাসি যতটা আকাশে তারা আছে ।
কেঁদেছি তত তোমায় ভেবেছি যত।
কাছে চেয়েছি তেমন আমি পাব যেমন।
ভালবাসি আমি তোমায় তুমিও বাসো আমায়,
কিন্তু বলছো না কেন ???
আমার অনুভূতিটা কেমন তা কি জানো ?
আমার ভালবাসা কতটা গভীর সেটা কি বোঝো ?
তোমায় অনেক বেশি ভালবাসি সেটা কি মানো ?
তোমার মাঝে কি আমায় একটি বার খোজো ?
জানি সবকিছুই একদিন জানবে,বুঝবে,মানবে এবং খুজবেও ।
কিন্তু তখন হয়ত আমি আর নেই,
আরালে রয়ে যাবো কোনো দূর অজানায় তোমার অবহেলায়।
স্বাধীন করে দিলাম তোরে যেতে পারিস আমায় ছেড়ে দূরে ।
ভালবাসি বলব না আর কখনো তোরে,
সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে ।
গোলাপের পাপরি সব গেছে যে ঝরে,
বাগান আজ শুন্য।
তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে গেলে হারিয়ে অজনা কোন দেশে।
কেমন করে উধাও হলে হাওয়ার সাথে মিশে ?
ঘুম ভাঙ্গে এলার্ম এ , তোমার ফোনে নয়।
অপেক্ষার প্রহর শেষে দেখা হল না..!!
নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো হারিয়ে যেতে বেশিদিন সময় লাগে না।
এটাই পৃথিবীর এক নির্মম সত্য।
কেউ চায় না কাউকে ভুলতে,
কিন্তু সময় বড়ই নির্মম।
কেউ চায় না কাউকে হারাতে,
কিন্তু ভাগ্যের কাছে অসহায়।
এটাই বাস্তব পৃথিবী।
যা চাই তা পাইনা আবার পেলেই হারিয়ে যায়।
তুমি আমায় ভালবাসো কিন্তু তোমার দ্বিধার মধ্যে,
এভাবে লুকিয়ে থাকবে তোমার ভালোবাসা।
তুমি কি চাও এভাবে প্রকাশ না করে হারিয়ে যাক তোমার ভালোবাসা।
তুমি জানো কি তোমার ঐ ভালোবাসায় কারো স্বপ্ন আটকে আছে,
বেধে আছে বুকে জমানো ব্যথা।
বলে দাও না রে তোমার মনের লুকানো কথা।
ভালোবাসা হল এমন একটা অমুল্য সম্পদ যা বিশ্বাসের উপর নির্ভর করে,
কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালোবাসা,
যদি সেই বিশ্বাস কখনো ভেঙ্গে যায় তাহলে ভালোবাসা কষ্টে রুপান্তরিত হয়।
ইমোশনাল স্ট্যাটাস
মন থেকে চাওয়ার পরবর্তী সময়ে ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বড়ই মূলত ইমোশনাল স্ট্যাটাস গুলো ব্যবহারের আগ্রহ দেখিয়ে থাকেন অনেক ছেলে এবং মেয়ে। এই ধরনের স্ট্যাটাসগুলো মানুষ পড়তে পছন্দ করে থাকেন এক্ষেত্রে এমন স্ট্যাটাস খুজে অনেকেই আসেন আমাদের ওয়েবসাইটটিতে। সুতরাং আপনি যদি ইমোশনাল স্ট্যাটাস গুলো পেতে চান তাহলে নতুন ও সুন্দর আকর্ষণীয় কিছু ইমোশনাল লাভ স্টেটাস সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে। প্রেম-ভালোবাসা সম্পর্কিত খুবই ইমোশনাল স্ট্যাটাসগুলো নির্বাচন করে আপনাদের মাঝে তুলে ধরেছি। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে এমন ইমোশনাল লাভ স্ট্যাটাস গুলো বিশেষ সহযোগিতা প্রদান করতে পারে আপনাদের। আশা রাখছি এসএমএস এর পাশাপাশি আমাদের প্রধান স্ট্যাটাসগুলো ব্যবহার উপযোগী সুন্দর ও সেরা। পরামর্শ প্রদান করছি সকল স্ট্যাটাস থেকে আপনার পছন্দের স্ট্যাটাস নির্বাচন করে ব্যবহার করতে।