ইমপ্রেস করার মেসেজ

ইমপ্রেস করার মেসেজ || মেয়েদের ইমপ্রেস করার মেসেজ

ইমপ্রেস করার মেসেজ: ইমপ্রেস করার মেসেজ সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে আমাদের আলোচনা এসে থাকলে বিশেষ সহযোগিতা সম্পূর্ণ হতে পারে এই আলোচনাটি। প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন ধরনের তথ্য প্রদানের আগ্রহ দেখিয়ে কাজ করে থাকি আমরা। আপনাদের সহযোগিতা পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে। সুতরাং আপনাদের বিশেষ সহযোগিতার উদ্দেশ্যে আজকে ইমপ্রেস করার কিছু মেসেজ দিয়ে সহযোগিতা করা হবে আপনাদের। আপনারা চাইলে আমাদের সাথে থেকে এই ইমপ্রেস করার মেসেজগুলো সংগ্রহ করতে পারেন। মানুষকে ইমপ্রেস করার জন্য প্রথমেই যে গুনা গুলি থাকতে হয় এর মধ্যে অন্যতম সেরা হচ্ছে কথা বলার ধরন। মূলত কথা বলার মাধ্যমেই মানুষকে খুব সহজেই ইমপ্রেস করা সম্ভব। তাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলার অভ্যাস করুন আশা করছি আপনার কথার মধ্য দিয়ে খুব সহজেই মানুষকে ইমপ্রেস করতে পারবেন।

ইমপ্রেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। আমাদের আশেপাশে অনেকেই রয়েছেন যারা খুব সহজেই মানুষকে ইমপ্রেস করতে পারে। এমন মানুষ গুলো খুব সহজেই অন্য যেকোনো মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। মূলত এমন ব্যক্তিগত সকল ক্ষেত্রেই সাফলতার জন্য অনেকটা এগিয়ে থাকে তাই প্রতিটি মানুষের উচিত ইমপ্রেস করার বিষয়ে সচেতন হওয়া এমন গুণাবলী নিজের আয়ত্তে আনা আশা করছি আমাদের আজকের আলোচনার মাধ্যমে যারা এসএমএস অর্থাৎ মেসেজের মাধ্যমে অন্য ব্যক্তির সাথে কথা বলে থাকেন তারা খুব সহজেই অপর ব্যক্তিকে ইমপ্রেস করতে পারবেন এমন এসএমএস গুলো ব্যবহারের মাধ্যমে। সুতরাং আমাদের আলোচনা সাথে থেকে ইমপ্রেস করার এমন মেসেজগুলো সম্পর্কে জানুন আশা করছি আপনারা আপনার প্রিয়জনদের খুব সহজেই ইমপ্রেস করতে পারবেন আমাদের এই আলোচনার সাথে থেকে এই এসএমএস গুলো ব্যবহারের মাধ্যমে।

আরও পড়ুন: ফেসবুকে মেয়ে পটানোর মেসেজ ||ফেসবুকে মেয়ে পটানোর উপায়

ইমপ্রেস করার মেসেজ

এমন মেসেজগুলো পাঠিয়ে ইমপ্রেস করার পাশাপাশি এই মেসেজগুলোর সাথে থেকে আপনি কথা বলার ধরন সম্পর্কিত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। নিঃসন্দেহে এমন বিষয়গুলো নিজের আয়ত্তে আসলে আপনি সরাসরি কথা বলে কিংবা কলে কথা বলে ইমপ্রেস করতে পারছেন। ইমপ্রেস করার এসএমএস বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রেম ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য এমন মেসেজ গুলো ব্যবহার করেন। অনেকেই নিজের পছন্দের মানুষটাকে কোনভাবেই সম্পর্কের যত রাজি করতে পারছে না কিভাবে ইমপ্রেস করবেন এ বিষয় সম্পর্কে জানা নেই তাই তো ইমপ্রেস করার মেসেজ করছেন এই এসএমএসগুলো ব্যবহার করে তার মনের মানুষকে আপন করে নিতে চায়। সেই বিষয়ে লক্ষ্য রেখে আমরা ইমপ্রেস করার সেরা ওষুধের কিছু মেসেজ নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আলোচনায় সম্পূর্ণ আলোচনার সাথে থেকে ইমপ্রেস করার মেসেজগুলো সংগ্রহ করুন।

আমার সাধারণ জীবনে
তুমি খুব স্পেশাল।
যখনই তোমাকে দেখি আমার মনটা
প্রশান্ত হয়,কেন জানিনা তোমার
মুখটা আমার এত ভালো লাগে।
তোমার কণ্ঠ আমার কানের সঙ্গীত,
তোমার হাসি আমার চোখের
সৌন্দর্য।
তুমি এমন একটি ধন যা
লুকানো যাবে না,
কারণ তুমি এত উজ্জ্বল।
আমি তোমাকে খুশি দেখতে
ভালোবাসি এবং আমার সবচেয়ে
বড় পুরস্কার হল তোমাকে
হাসতে দেখা।
তুমি হয়তো বুঝতে পারোনা যে
প্রতিদিন তোমার কণ্ঠস্বর শোনা
আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
তোমার হাসি দেখার জন্য
হাজার পাহাড়ের চূড়ায় চড়ব।
আমার পুরো পৃথিবী
তোমাকে ঘিরেই ঘোরে।
তোমাকে ছাড়া আমার স্বপ্ন
সম্পূর্ণ হবে না।
তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে
সুখী মানুষ বানিয়েছ।
আমি তোমাকে কতটা এবং কেন
ভালোবাসি তা ব্যাখ্যা করা,
পানির স্বাদ কেমন তা বর্ণনা করার
মতো হবে। এটা অসম্ভব।
তুমি আমার জীবনে কতটা সুখ
এনেছ তার কোন ধারণা নেই।
তোমার জন্য আমার ভালবাসা
প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
তোমাকে ভালোবাসা শ্বাস
নেওয়ার মতো। আমি থামতে
পারি না এবং আমার বেঁচে
থাকার জন্য এটি প্রয়োজনীয়।
তুমি + আমি = চিরকালের সুখ।
তোমার সাথে দেখা ভাগ্য ছিল,
তোমার বন্ধু হওয়া একটি পছন্দ ছিল,
কিন্তু তোমার প্রেমে পড়া আমার
নিয়ন্ত্রণের বাইরে ছিল।
তোমার জন্য আমি কেবল একজন
ব্যক্তি হতে পারি, কিন্তু আমার জন্য
তুমি পুরো পৃথিবী।
তুমি সূর্যের মতো এত উষ্ণ,
তুমি চিনির মতো এত মিষ্টি,
তুমি তোমার মতো এবং সেই
কারণেই আমি তোমাকে ভালবাসি!
যদি আমাকে এই পৃথিবীতে আমার
অস্তিত্বের একমাত্র কারণ জিজ্ঞাসা
করা হয়, আমি তোমার নাম বলবো!
তুমি সেই একজন যার সাথে
আমি বৃদ্ধ হতে চাই।
সূর্য জ্বলে দিনে ..চাঁদ জ্বলে রাতে..!
কিন্তু তুমি আমার হৃদয়ে প্রতি
দিন রাত জ্বলো..!!
আপনি যদি আয়নার সামনে ১১টি
গোলাপ রাখেন, তাহলে আপনি
বিশ্বের সবচেয়ে সুন্দর ১২টি
গোলাপ দেখবেন।
তুমি এত সুন্দর যে আমি কি
বলতে যাচ্ছি তা ভুলে গেছি।
আমি যতবার তোমার সুন্দর চোখের
দিকে তাকাই ততবারই তোমার
প্রেমে পড়ি।

ইমপ্রেস করার নতুন মেসেজ

ইমপ্রেস করার মেসেজ সকলেই খুজে থাকেন। স্বাভাবিকভাবেই অনেক ওয়েবসাইট রয়েছে যারা এমন মেসেজগুলো দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্য প্রকাশ করে থাকে। তবে অনেক পাঠক বন্ধুগণ রয়েছেন যারা নিয়মিত এমন মেসেজগুলো ব্যবহার করেন এক্ষেত্রে নতুন কিছু এসএমএস পাওয়ার আগ্রহ থেকে থাকে তাদের। তাদের সহযোগিতা করে আমরা ইমপ্রেস করার নতুন কিছু মেসেজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করছি আমাদের সম্পূর্ণ আলোচনার সাথে থেকে ইমপ্রেস করার নতুন এই মেসেজগুলো থেকে আপনার পছন্দের মেসেজ নির্বাচন করে নিতে পারবেন উদ্দেশ্য নতুন ইমপ্রেস করার এসএমএস হয়ে থাকলে নিচে থেকে এই মেসেজগুলো দেখতে পারেন।

তোমার সাথে দেখা করার আগে,
আমি কখনই জানতাম না যে
অকারণে হাসতে কেমন লাগে।
যদি তোমাকে ভালবাসা ভুল হয়,
তবে আমি সঠিক হতে চাই না।
তোমার হাসিতে আমি তারার
চেয়েও সুন্দর কিছু দেখি।
আমি তোমার হাসির পেছনের
কারণ হতে চাই, কারণ তুমি
আমার হাসির পেছনের কারণ।
তোমার কি কোন ধারণা আছে?
আমি তোমাকে কতটা ভালোবাসি?
আমি যখন ভবিষ্যতের কথা ভাবি,
তখন আমি শুধু তোমাকেই দেখি।
তুমি শুধু আমার চাঁদ, তারা
এবং সূর্য নও।
তুমি আমার সমগ্র মহাবিশ্ব।
তুমি যদি এত মিষ্টি হতে থাকো
তবে খুব শীঘ্রই আমার
ডায়াবেটিস হবে।
আমি যতই চেষ্টা করি না কেন
তোমাকে আমার মাথা থেকে বের
করে আনতে পারছি না।
তার প্রশংসায় সব কথা কম,
তার সামনে চাঁদ তারাও কম।
তোমাকে নিয়ে আমার ভাবনা
বদলাবে না,বছর বদলাবে কিন্তু
আমার হৃদয়ের অবস্থা বদলাবে না।
আমি শুধু তোমার ভালবাসায় আসক্ত,
তাই আর কোন নেশা করার
দরকার নেই!
তোমার হাসির মধ্যে কিছু জাদু আছে,
যা আমাকে সব সময় নিয়ন্ত্রণহীন
করে রাখে..!!
অন্ধকারে তুমি আমার মোমবাতি।
আমি জানি না কেন আমি তোমার
প্রেমে পড়েছি। কিন্তু আমি নিশ্চিত
তুমি আমার সৌভাগ্য।
আমার দিনের আলো সূর্যের
উজ্জ্বলতার উপর নির্ভর করে না।
এটা তোমার হাসির উপর নির্ভর করে।

মেয়েদের ইমপ্রেস করার মেসেজ

অনেক ছেলেরা রয়েছেন যারা মেয়েদের ইমপ্রেস করার আগ্রহ দেখিয়ে থাকে। এরা চেয়ে থাকে বিভিন্ন উপায়ে মেয়েদেরকে ইমপ্রেস করতে। অনেক ছেলে রয়েছে যারা খুব সহজে মেয়েদের ইমপ্রেস করতে সক্ষম আবার অনেকেই রয়েছে যারা মেয়েদের ইমপ্রেস করতে পারে না। মূলত তাদেরকে আজকে আমরা বেশ কিছু মেসেজ দিয়ে সহযোগিতা করব যেগুলো আপনার পছন্দের মেয়েটিকে পাঠিয়ে সহজে ইমপ্রেস করে নিতে পারেন। সুতরাং আপনি যদি আপনার পছন্দের মেয়েটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে থাকেন তাহলে সেখানে এসএমএস করতে পারেন পাশাপাশি মোবাইল নম্বর থেকে থাকলে মোবাইলে এসএমএস করতে পারেন। কথা বলার থাকে সুন্দর এই এসএমএস গুলো পাঠিয়ে ইমপ্রেস করার সুযোগ থাকছে।

এরপর থেকে প্রত্যেক রাতে ঠিক
এগারটায় কলটা আসতো । মন্ত্রমুগ্ধের
মতো নেশাগ্রস্তের মতো কথা
বলতামভোর রাত পর্যন্ত । হয়তো
একেই বলে প্রেম, মরুময়ব্যাচেলর
জীবনের প্রথম প্রেম । দিন দিন অবস্থা
আরো ভয়াবহ হলো, বিকেল থেকে ওর
কলের জন্য অপেক্ষা করতাম । ওর
কল না আসা পর্যন্ত হাশপাশ করতে
থাকতাম,এভাবে চলল পুরো এক মাস।
মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে,
আর আমি পরলাম…

শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !

হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !

তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !

দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *